West Bengal News Live: সকাল আটটা থেকে ২২৬টি ওয়ার্ডের জন্য শুরু হবে গণনা, স্ট্রংরুমে ত্রিস্তরীয় নিরাপত্তা
Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন আজকের সমস্ত গুরুত্বপূর্ণ খবর।
LIVE
Background
৪ পুরসভা ভোটের (Municipal Election) মধ্যেই বিজেপিতে (BJP) বড় ধাক্কা। অর্জুন সিংহর (Arjun Singh) একাধিক আত্মীয়র বিজেপি ত্যাগ। পুরভোটের মনোনয়ন প্রত্যাহার করে দলত্যাগের ঘোষণা। বিজেপি ত্যাগ করলেন অর্জুন সিংহর ভাইপো সৌরভ সিংহ। ভাটপাড়া পুরসভার (Bhatpara Municipality) ১৭ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী ছিলেন সৌরভ। বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাহার সৌরভের। বিজেপি ত্যাগের ঘোষণা অর্জুনের অপর আত্মীয় সুনীল সিংহ ও তাঁর ছেলের।বিজেপি ছেড়েই তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছেপ্রকাশ। চিনতে ভুল করেছিলাম, দলে আনা ভুল ছিল, প্রতিক্রিয়া অর্জুন সিংহর।
তৃণমূলের (TMC) জাতীয় কর্মসমিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। জাতীয় কর্মসমিতিতে রয়েছেন অমিত মিত্র, পার্থ চট্টোপাধ্যায়। জাতীয় কর্মসমিতিতে মলয় ঘটক, অনুব্রত মণ্ডল, গৌতম দেব। জাতীয় কর্মসমিতিতে নাম রয়েছে চন্দ্রিমা ভট্টাচার্য, বুলুচিক বরাইকের। জাতীয় কর্মসমিতিতে আছেন জ্যোতিপ্রিয় মল্লিক, কাকলি ঘোষ দস্তিদার। জাতীয় কর্মসমিতিতে নাম রয়েছে রাজীব ত্রিপাঠীর। জানালেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেছেন, কর্মসমিতির পদাধিকারীদের নাম পরে ঘোষণা করবেন তৃণমূল নেত্রী
বসন্তের আগেই থেমেছে কোকিল কণ্ঠ। ২৮ দিনের লড়াই শেষে নশ্বর থেকে অবিনশ্বরে গিয়েছেন লতা মঙ্গেশকর। সেই শোক গ্রাস করেছিল হাওড়ার জগৎবল্লভপুরের প্রত্যন্ত এলাকার বাসিন্দা অমর বিলুইকেও। সুর সম্রাজ্ঞীর প্রয়াণে তিনি যেন মাতৃহারা। মায়ের মৃত্যুর পর লতাকে মায়ের আসনেই বসিয়েছিলেন অমরবাবু। কোকিলকন্ঠীর মৃত্যুর পর তাই হিন্দু ধর্ম মেনেই পারলৌকিক কাজ, শ্রাদ্ধানুষ্ঠান শেষ করলেন হাওড়ার বাসিন্দা।
চন্দ্রিমা ভট্টাচার্যের ট্যুইটার হ্যান্ডেলের কভারে এক ব্যক্তি এক পদের সমর্থনে পোস্টার। না জানিয়ে পোস্টার দিয়েছে আইপ্যাক, অভিযোগ মন্ত্রীর। মিথ্যা বলছেন, ট্যুইট ভোট কুশলী সংস্থার।
রাজ্য বিধানসভার অধিবেশন ‘স্থগিত’ করলেন রাজ্যপাল। ‘আজ থেকে এই সিদ্ধান্ত কার্যকর’, ট্যুইটে সিদ্ধান্ত নেওয়ার কথা জানালেন রাজ্যপাল জগদীপ ধনকড়। ‘সংবিধানের ১৭৪ নম্বর ধারা অনুযায়ী দেওয়া ক্ষমতা বলে এই সিদ্ধান্ত’ ,ট্যুইটে জানালেন রাজ্যপাল
বিধাননগরে পুরনির্বাচনের খবর করতে গিয়ে আক্রান্ত এবিপি আনন্দ। বিধাননগরের ৩২ নম্বর ওয়ার্ডের ১৮৭ এবং ১৮৮ নম্বর বুথে সকাল থেকেই বহিরাগতদের আনাগোনা এবং ছাপ্পা ভোটের খবর আসে। দুপুর ২টা নাগাদ এবিপি আনন্দের প্রতিনিধি সেখানে গিয়ে হাতেনাতে একজন ভুযো ভোটারকের ধরেও ফেলেন। তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। কিন্তু কিছুক্ষণ পরে আবার কয়েকজন বহিরাগতকে চিহ্নিত করার পরই প্রায় ২০-২৫জন মিলে ঘিরে ধরে এবিপি আনন্দের ক্যামেরা এবং মাইক্রোফোন কেড়ে নেওয়ার চেষ্টা হয়। ধস্তা-ধস্তির সময় হাত মুচড়ে, মুখি ঘুঁষিও মারা হয়।
West Bengal Municipal Election : আসানসোলে ২টি ধাপে ২২ রাউন্ড গণনা, বিধাননগরে ১৪ রাউন্ড
১০৬টি ওয়ার্ড বিশিষ্ট রাজ্যের দ্বিতীয় বৃহত্তম পুরসভা আসানসোলে ২টি ধাপে ২২ রাউন্ড গণনা হবে। বিধাননগরে ৪১টি ওয়ার্ড। গণনা হবে ৮ থেকে ১৪ রাউন্ড। ৪৭টি ওয়ার্ড বিশিষ্ট শিলিগুড়ি পুরসভার ৬ থেকে ৭ রাউন্ড গণনা হবে। চন্দননগরে ৩৩টি ওয়ার্ডের মধ্যে ভোট হয়েছে ৩২টিতে। গণনা হবে ৬ থেকে ১১ রাউন্ড।
WB News Live Updates: আসানসোল পলিটেকনিক কলেজের বাইরে বিজেপির বিক্ষোভে ধুন্ধুমার
গণনাকেন্দ্রের সিসিটিভি বন্ধ থাকার অভিযোগে আসানসোলে ধুন্ধুমার। আসানসোল পলিটেকনিক কলেজের বাইরে বিজেপির বিক্ষোভে ধুন্ধুমার। লাঠিচার্জ পুলিশের।
West Bengal News Live Updates: আজ ৪ পুরসভার রায়
আজ বিধাননগর, আসানসোল, শিলিগুড়ি, চন্দনননগর পুরসভার ফল। সকাল আটটা থেকে ২২৬টি ওয়ার্ডের জন্য শুরু হবে গণনা। স্ট্রংরুমে ত্রিস্তরীয় নিরাপত্তা।
WB News Live Updates: নারকেলডাঙায় দোতলা বাড়িতে আগুন
নারকেলডাঙায় দোতলা বাড়িতে আগুন। রাত সাড়ে ১০টা নাগাদ পরপর দুটি বিস্ফোরণের আওয়াজ পান স্থানীয় বাসিন্দারা। দ্রুত আগুনের গ্রাসে চলে যায় গোটা বাড়ি। ঘিঞ্জি এলাকা হওয়ায় সমস্যায় পড়তে হয় দমকল কর্মীদের। শেষপর্যন্ত ৮টি ইঞ্জিনের দেড়ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। হতাহতের খবর নেই। রান্নার গ্যাস সিলিন্ডার ফেটে অগ্নিকাণ্ড বলে প্রাথমিক অনুমান দমকলের।
West Bengal News Live Updates: দলীয় প্রার্থীকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে দেওয়াল লিখন বিজেপি নেতা-কর্মীদের
মালদার ইংরেজবাজারে বিজেপিতে প্রার্থী অসন্তোষ। ১৯ নম্বর ওয়ার্ডে দলীয় প্রার্থীকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে দেওয়াল লিখন বিজেপি নেতা-কর্মীদের। ১৯ নম্বর ওয়ার্ডে বিজেপির প্রার্থী রোহিত হালদার। তিনি ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বহিরাগত প্রার্থীকে ভোট নয়, এই মর্মে ১৯ নম্বর ওয়ার্ডে দেওয়াল লিখনের পাশাপাশি, সোশাল মিডিয়ায় প্রচার শুরু করেছেন বিজেপির বিক্ষুব্ধ নেতা, কর্মীরা। ভোটবাক্সে এর প্রভাব পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিজেপি প্রার্থী। তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে দলের একাংশ এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি করে বিক্ষুব্ধদের বহিষ্কারের হুঁশিয়ারিও দিয়েছে বিজেপি নেতৃত্ব। নিজেদের মধ্যে বিরোধ। এটাই গেরুয়া শিবিরের সংস্কৃতি, কটাক্ষ তৃণমূলের।