WB Live News Updates: ছুটির আবেদন মঞ্জুর না হওয়ায় আদালতের দ্বারস্থ বিশ্বভারতীর অধ্যাপিকা
West Bengal Live Updates: দেখে নিন প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে...
LIVE
Background
বকেয়া ডিএ-র (DA Protests) দাবিতে দুদিনের কর্মবিরতির পর এবার ৯ মার্চ সরকারি কার্যালয়ে বনধের ডাক। কোঅর্ডিনেশন কমিটির সঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের বৈঠকে সিদ্ধান্ত।
বানারহাটের পর বাঁকুড়া (Bankura News)। অস্বস্তি বাড়ল তৃণমূলের (TMC)। বকেয়া ডিএ ও স্বচ্ছ নিয়োগের দাবিতে বাঁকুড়ায় তৃণমূলের শিক্ষা সেল থেকে ইস্তফা ৩২ জন শিক্ষকের।
শিক্ষকরা কি বাম আমলে পয়লা তারিখে বেতেন পেতেন ? ডিএ দিতে রাজ্যের ১ লক্ষ ৬১ হাজার কোটি টাকা খরচ। শিক্ষক, সরকারি কর্মীদের যতটা সম্ভব করি। বললেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)।
নিয়োগ দুর্নীতিতে (SSC Case) গোপাল দলপতির পর এবার তাপস মণ্ডলের (Tapas Mondal) মুখে কালীঘাটের কাকু। নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআই স্ক্যানারে বিভাস অধিকারী নামের ব্যক্তি, খবর সূত্রের।
নিজেই চাকরির জন্য ৩৭ জনের নাম সুপারিশ করেছিলেন। আদালতে নাম না করে উপেন বিশ্বাসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ চন্দনের আইনজীবী। কতটা প্রভাবশালী বোঝা যাচ্ছে। পাল্টা উপেন বিশ্বাস।
অযোগ্য চাকরিপ্রার্থীদের চাকরি বিক্রি করে ১৬ কোটির লেনদেন। বাগদার চন্দন ওরফে উপেন বর্ণিত রঞ্জনকে জেরায় চাঞ্চল্যকর তথ্য, দাবি সিবিআইয়ের।
চন্দন মণ্ডলকে হেফাজতে নিতে চান না, জামিন দিলে কান্নাকাটি? শুধু আটকাতে বিরোধিতা? ৯ মাস আগে এফআইআর, এখন বুঝছেন ধরা দরকার? সিবিআইকে ভর্ৎসনা বিচারকের।
প্রাথমিকের দুর্নীতির বিচারে নজিরবিহীন পদক্ষেপ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। রুদ্ধদ্বার কক্ষে ২০১৪ র প্রাথমিকের প্রার্থীদের ইন্টারভিউয়ারদের ৩০ জনকে জিজ্ঞাসাবাদ।
বিধানসভায় বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রস্তাব। প্রতিবাদে বৃহস্পতিবার মাধ্যমিক পরীক্ষা শুরুর দিন পাহাড়ে ১২ ঘণ্টা বনধের ডাক হামরো পার্টি, গোর্খা জনমুক্তি মোর্চার।
নিশীথের বাড়ি ঘেরাওয়ের পাল্টা বিজেপির অভিষেকের বাড়ি ঘেরাও অভিযান ঘিরে ধুন্ধমার। জোড়া মিছিল আটকাল পুলিশ। গ্রেফতার বিজেপি কর্মী-সমর্থকরা। প্রতিবাদে বিক্ষোভ।
সিউড়ির সমবায় ব্যাঙ্কে বেনামি অ্যাকাউন্টের তদন্তে নেমে প্রথম কোনও অ্যাকাউন্ট ফ্রিজ। অনুব্রত মণ্ডলের পরিচারকের ব্যাঙ্ক অ্য়াকাউন্টে লেনদেন বন্ধ। তদন্তে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
নদিয়ার কৃষ্ণগঞ্জে বিএসএফের ক্যাম্পেই মহিলা কনস্টেবলকে ধর্ষণে অভিযুক্ত কোম্পানি কম্যান্ডারের বিরুদ্ধে। সাসপেন্ড করে শুরু বিভাগীয় তদন্ত।
ফেসবুক পোস্টে কংগ্রেস ছাড়ার জল্পনা প্রসঙ্গে আবেগতাড়িত হয়ে মন্তব্য কৌস্তভ বাগচির। বলছেন, "ছাড়ব না, আবর্জনা তাড়াব।"
আসানসোল, গোয়ালপোখর, জগদ্দলের পর এবার পাণ্ডুয়া। ফের শ্যুটআউট। জিটি রোডের উপর এক ব্যক্তিকে গুলি করে খুন।
১ দুষ্কৃতী পাকড়াও।
ফের হাসপাতালে আগুন আতঙ্ক। মেডিকা হাসপাতাল চত্বরে স্টোররুমে আগুন। কাছেই জরুরি বিভাগ থাকায় সরানো হল রোগীদের। দমকলের ৪টি ই়ঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে।
West Bengal Live News: ছুটির আবেদন মঞ্জুর না হওয়ায় আদালতের দ্বারস্থ বিশ্বভারতীর অধ্যাপিকা
ছুটির আবেদন মঞ্জুর না হওয়ায় আদালতের দ্বারস্থ বিশ্বভারতীর অধ্যাপিকা। ৭২ ঘণ্টার মধ্যে ছুটির আবেদন মঞ্জুর করতে হবে কর্তৃপক্ষকে, নির্দেশ হাইকোর্টের। বিশ্বভারতীর ইংরেজি বিভাগের অধ্যাপিকা শাওনা বারিক ছুটির আবেদন করেছিলেন। অধ্যাপকের সংখ্যা কম থাকায় ছুটি দেওয়া সম্ভব নয়, জানায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ৭২ ঘণ্টার মধ্যে ছুটির আবেদন মঞ্জুর করতে হবে কর্তৃপক্ষকে, নির্দেশ হাইকোর্টের।
WB Live News Updates: সরকারি হাসপাতালে ভর্তির নামে দালাল চক্রের হদিশ
সরকারি হাসপাতালে ভর্তির নামে দালাল চক্রের হদিশ। এনআরএস, এসএসকেএম সহ সরকারি হাসপাতালে ভর্তির নামে দালাল চক্র। কলকাতা গোয়েন্দা পুলিশের অভিযান, গ্রেফতার ৫।
West Bengal Live News: ডিএ আন্দোলনের মঞ্চে অসুস্থ এক অনশনকারী
ডিএ আন্দোলনের মঞ্চে অসুস্থ এক অনশনকারী। ডিএ আন্দোলনের মঞ্চে অসুস্থ অনশনকারী ভাস্কর ঘোষ। শ্বাসকষ্টের সমস্যার জন্য নিয়ে যাওয়া হল ঢাকুরিয়া আমরিতে।
WB Live News Updates: ফের টাকার পাহাড়ের হদিশ, হাওড়া স্টেশন থেকে উদ্ধার নগদ প্রায় ৪০ লক্ষ টাকা
ফের টাকার পাহাড়ের হদিশ। হাওড়া স্টেশন থেকে উদ্ধার নগদ প্রায় ৪০ লক্ষ টাকা। ডাউন পাটনা-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসে যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার। একজনকে আটক করল আরপিএফ।
West Bengal Live News: পার্ক সার্কাসে দোকানে আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন
পার্ক সার্কাসে দোকানে আগুন। এজেসি বোস রোড ফ্লাইওভারের মুখে দোকানে আগুন। আগুনে সম্পূর্ণ ভস্মীভূত দোকান। গ্যাস লিক থেকে আগুন, দাবি স্থানীয়দের। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন। কী কারণে আগুন, খতিয়ে দেখছে দমকল।