Bhutan PM to Modi: ভুটানের প্রধানমন্ত্রীর মুখেও 'মোদির গ্যারান্টি', ভাই বলে সম্বোধন নমোকে
PM Modi in Bhutan: দু’দিনের সফল ভুটান সফর শেষে ভারতে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
নয়া দিল্লি: সামনেই লোকসভা নির্বাচন (Lok Sabha Election)। নির্বাচন কমিশন (Election Commission) ভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকেই ব্যস্ত দেশের শাসক থেকে বিরোধী দলগুলি। জোর কদমে চলছে প্রচার। এরই মধ্যে দু'দিনের ভুটান সফরে যান নরেন্দ্র মোদি। আর তাঁর এই সফরকে 'মোদি কা গ্যারান্টি' এমন নামেই ঘোষণা করেছেন ভুটানের প্রধানমন্ত্রী।
ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে সোশাল মিডিয়ায় লেখেন, 'আমার ভাই নরেন্দ্র মোদিজিকে অনেক ধন্যবাদ ভুটানে আসার জন্য। তার এত ব্যস্ত সময়ের মধ্যে এবং খারাপ আবহাওয়া মাথায় নিয়েই ভুটানে এসেছেন। এটাই বোধহয় মোদির গ্যারান্টি'।
A big thank you to my brother, PM @narendramodi Ji, for visiting us. Neither his busy schedule nor inclement weather could prevent him from fulfilling his promise to visit us. This must be the #ModiKaGuarantee phenomenon! pic.twitter.com/mXkD5a4MUU
— Tshering Tobgay (@tsheringtobgay) March 23, 2024
দু’দিনের সফল ভুটান সফর শেষে ভারতে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার সকালে থিম্পু থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী মোদি। বিশেষ আতিথেয়তা হিসাবে, ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক এবং প্রধানমন্ত্রী শেরিং তোবগে বিমানবন্দরে মোদিকে বিদায় জানাতে এসেছিলেন। ভুটানের আতিথেয়তায় আপ্লুত প্রধানমন্ত্রী মোদিও।
আরও পড়ুন, বন্দে ভারতের পর এবার নজর কাড়বে ভারতের বুলেট ট্রেন? কবে থেকে চালু জানালেন রেলমন্ত্রী
বৃহস্পতিবার দু’দিনের জন্য ভুটানে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী মোদির। কিন্তু বুধবার রাতে হঠাৎই বাতিল হয়ে যায় তাঁর ভুটান সফর। এব্যাপারে বিদেশমন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়, ভুটানের পারো বিমানবন্দর এলাকায় আচমকা আবহাওয়ার অবনতি ঘটেছে। গত কয়েকদিন ধরেই ক্রমাগত বৃষ্টি হয়ে চলেছে সেখানে। সেকারণে সেসময় বাতিল করা হয় প্রধানমন্ত্রীর ভুটান সফর। এরপর শুক্রবার ভুটানের পারো বিমানবন্দরে পৌঁছন মোদি। সেখানে তাঁকে আলিঙ্গন করে স্বাগত জানান ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে ।