এক্সপ্লোর
Advertisement
বড়দিনের খুশিতে নতুন রং, শুরু পাখি মেলা
শীতের বেলায় পাখির মেলা। জাঁকিয়ে ঠান্ডা পড়তেই, শহরে হাজির রঙ-বেরঙের অতিথি।
কলকাতা: গাছগাছালি কম, চারিদিকে শুধু কংক্রিটের জঙ্গল৷ কান পাতলেও শহরে যেখানে পাখির ডাক শুনতে পাওয়াই দায়, সেখানে অসংখ্য পাখির কিচিরমিচির৷ বছর শেষে বড়দিন থেকে শুরু করে নতুন বছরের প্রথম দিন পর্যন্ত থাকবে খুশির মেজাজ, শীতের আমেজ। এবার করোনাভাইরাস জনিত পরিস্থিতিতে অনেক বিধিনিষেধের মধ্যেই পালিত হচ্ছে বড়দিন। তাতে নতুন রং লাগাতে শুরু হল পাখি মেলা।
শীতের বেলায় পাখির মেলা। জাঁকিয়ে ঠান্ডা পড়তেই, শহরে হাজির রঙ-বেরঙের অতিথি। বৃহস্পতিবার থেকে অল বেঙ্গল বার্ড লাভার্স অর্গানাইজেশনের উদ্যোগে সন্তোষ মিত্র স্কোয়ারে শুরু হল ২১-তম পাখি মেলা। শুধু চোখের শান্তি নয়, পাখি ব্যবসাও যে পেশা হতে পারে তার সুলুক সন্ধান দিচ্ছে এই মেলা। অল বেঙ্গল বার্ড লাভার্স অর্গ্যানাইজেশনের সভাপতি সজল ঘোষ দুপুর তিনটে থেকে ৯টা পর্যন্ত মেলা চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। শীতের সন্ধেয় প্রথম দিন থেকেই মেলায় হাজির আট থেকে আশি। সকলেই দারুণ খুশি। ইট-কাঠ-পাথরের শহরে চোখের শান্তি এনে দেবে হরেক রকমের পাখি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement