আজ বিরসা মুণ্ডার মৃত্যুবার্ষিকী, গোটা দেশ জানাচ্ছে শ্রদ্ধা
উনিশশো সালের ৯ জুন ব্রিটিশ জেলে তাঁর মৃত্যু হয়।
Humble tributes to reverred messiah of toiling masses, freedom fighter & tribal leader, Birsa Munda ji on his death anniversary. He spearheaded the tribal movement for freedom from tyranny & subjugation. His life continues to inspire us.#BirsaMunda pic.twitter.com/tncGnPdFEB
— Lok Sabha Speaker (@loksabhaspeaker) June 9, 2020
শ্রদ্ধা জানিয়েছেন বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা।
Bhagwan #BirsaMunda, the fierce freedom fighter and folk hero, shall forever inspire us with his courage.
I pay my respectful tribute to the legend on his punya tithi. #Reverence pic.twitter.com/pcrKDLtKv1
— Himanta Biswa Sarma (@himantabiswa) June 9, 2020
সিপিএমের মহম্মদ সেলিমও টুইট করে বিরসাকে শ্রদ্ধা নিবেদন করেছেন।
Remembering freedom fighter #BirsaMunda who fought bravely against the tyranny of the colonial rule. He spearheaded the tribal movement in Chhota Nagpur plateau and set the foundation for the importance of Jal, Jungle & Jameen among the tribal fraternity. pic.twitter.com/dHjH9MtSpa
— Md Salim (@salimdotcomrade) June 9, 2020
উনি শতকের শেষে মালভূমিতে ইংরেজ শাসক সম্প্রদায়ের বিরুদ্ধে বিরসা ও তাঁর সম্প্রদায় যুদ্ধ ঘোষণা করে। আদিবাসীদের জমি ও জঙ্গল বাঁচানোর লক্ষ্যে মিশনারীদের বিরুদ্ধে দাঁড়ান তিনি। কৃষকদের বলেন, জমির খাজনা না দিতে। মানুষের কাছে তিনি ছিলেন বিরসা ভগবান। ডুমবারি পাহাড়ে ব্রিটিশ সেনার সঙ্গে বিরসা ও তাঁর অনুগামীদের যুদ্ধ হয়। অসাধারণ যুদ্ধ করেও তির ধনুক হাতে মুণ্ডারা ইংরেজের বন্দুক-কামানের সামনে প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। মারা যান কয়েকশো মানুষ। কিছুদিন পর গ্রেফতার হন বিরসা। ফাঁসির ঠিক আগের রাতে জেলে তাঁর মৃত্যু হয়।