LPG Cylinder Leak: সিলিন্ডার লিক থেকে হতে পারে মারাত্মক দুর্ঘটনা ! কীভাবে চেক করবেন ?
Gas Cylinder Accident: জানুন কীভাবে বুঝবেন সিলিন্ডারের সেফটি (LPG Cylinder Leak)।
Gas Cylinder Accident: আপনার বাড়িতেও ঠিক মতো দেখে না নিলে ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। তাই রান্নার গ্যাসের সিলিন্ডার (Gas Cylinder) বাড়িতে নেওয়ার আগে ঠিকমতো যাচাই করে নিন। জানুন কীভাবে বুঝবেন সিলিন্ডারের সেফটি (LPG Cylinder Leak)।
অতীতের সময় ভুলে যান !
একটা সময় ছিল যখন ভারতে প্রায় সব বাড়িতেই মাটির উনুনে খাবার রান্না করা হত। কিন্তু এখন ভারতে এমন কোনও বাড়ি নেই যেখানে মাটির উনুনে খাবার রান্না করা হয়। সবাই এখন রান্নার জন্য গ্যাসের ওভেন ব্যবহার করে। যেখানে গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয়। গ্যাস সিলিন্ডার ব্যবহার করার সময় আপনাকে অনেক কিছু যত্ন নিতে হবে।
এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি সিলিন্ডারটি পরীক্ষা করে দেখুন যে কোনও গ্যাস লিকেজ আছে কিনা। কারণ সিলিন্ডারে গ্যাস লিকেজ হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আপনি আপনার বাড়িতে নিজেই এটি পরীক্ষা করতে পারেন। আপনার গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিক হচ্ছে নাকি? কীভাবে আপনি জানতে পারবেন এই বিষয়ে।
এইভাবে আপনি জানতে পারবেন গ্যাস লিক হয়েছে কি না
আপনি যখন এলপিজি সিলিন্ডার ব্যবহার করছেন, তখন গ্যাস সিলিন্ডারে লিকেজ সমস্যা আছে কিনা তা খুঁজে বের করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ গ্যাস লিক হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকে। সেজন্য আপনি যখন পুরনো সিলিন্ডার সরিয়ে নতুন সিলিন্ডার বসাবেন, প্রথমে দেখে নিন গ্যাস লিক হচ্ছে কি না।
জলের ফোঁটাই বলে দেব সব ?
এর জন্য গ্যাস সিলিন্ডারের ঢাকনা সরিয়ে যেখানে গ্যাস রেগুলেটর বসানো আছে, সেখানে কয়েক ফোঁটা জল দিন। যদি সেই ফোঁটায় বুদবুদ দেখা দেয়, তাহলে বুঝবেন গ্যাস লিক হয়েছে। জল যদি একেবারেই ঠিক থাকে এবং নড়াচড়া না করে, তাহলে বুঝবেন সিলিন্ডারে গ্যাস লিকের সমস্যা নেই।
গ্যাস লিক হলে এই পদ্ধতিগুলি অনুসরণ করুন
অনেকে গ্যাস লিকেজ পরীক্ষা না করেই সিলিন্ডার ব্যবহার শুরু করেন। যে কারণে এটি ব্যবহার করার সময় আপনি যখন গ্যাসের গন্ধ পান, তখন আপনি বুঝতে পারেন যে একটি গ্যাস লিক হয়েছে। এমন পরিস্থিতিতে আপনাকে খুব সাবধানে কাজ করতে হবে, না হলে সমস্যা বাড়বে।
গ্যাস লিক হলে প্রথমেই খেয়াল রাখতে হবে সিলিন্ডার ও গ্যাসের ওভেনের কাছে যেন কোনও ধরনের আগুন না লাগে। ম্যাচস্টিক বা লাইটার একেবারেই জ্বালাবেন না। ঘরের দরজা-জানালা খুলে রেগুলেটর বন্ধ করে দিন। এর পরে আপনি আপনার গ্যাস এজেন্সির সঙ্গে যোগাযোগ করে সিলিন্ডার বদলাতে বলুন।
Insurance: ২০ টাকায় পাবেন ২ লক্ষ টাকার সুবিধা, মোদি সরকার দিচ্ছে এই স্কিম