BJP News : ২০ জানুয়ারিই নতুন সর্বভারতীয় সভাপতির নাম ঘোষণা BJP-র, নিতিন নবীনেই পড়বে সিলমোহর ?
Nitin Nabin : সূত্রের খবর অনুযায়ী, জে পি নাড্ডার জায়গা সম্ভবত নবীনই নিতে চলেছেন। কারণ, তাঁর প্রতি সমর্থন রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অমিত শাহর।

নয়াদিল্লি : কবে বেছে নেওয়া হবে দলের সর্বভারতীয় সভাপতি ? সেই সময়সূচি জানিয়ে দিল বিজেপি। ওই পদের জন্য মনোনয়ন জমার দিন ১৯ জানুয়ারি এবং নতুন সভাপতির নাম ঘোষণা করা হবে পরের দিনই অর্থাৎ ২০ জানুয়ারি। সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী, বিজেপি সূত্রের খবর, কোনও বিরোধিতা ছাড়াই সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হতে চলেছেন বিজেপির বর্তমান কার্যকরী সভাপতি নিতিন নবীন। কারণ, অন্য কারো এই লড়াইয়ে থাকার সম্ভাবনা প্রায় নেই।
বিজেপির কেন্দ্রীয় রিটার্নিং অফিসার কে লক্ষ্ণণ দলের সাংগঠনিক নির্বাচনের যে সময়সূচি প্রকাশ করেছেন সেই অনুযায়ী, দলীয় সভাপতি পদে নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়া যাবে ১৯ জানুয়ারি দুপুর ২ টো থেকে ৪ টের মধ্যে। একই দিনে সন্ধে ৫টা থেকে ৬টার মধ্যে মনোনয়ন প্রত্যাহারও করা যাবে। ওইদিনই ৪ টে থেকে ৫টার মধ্যে মনোনয়নপত্র স্ক্ুটিনি করা হবে। যদি নির্বাচনের প্রয়োজন পড়ে তাহলে তা হবে ২০ জানুয়ারি। একই দিনে দলীয়ভাবে বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতির নাম ঘোষণা করা হবে।
সূত্রের খবর অনুযায়ী, জে পি নাড্ডার জায়গা সম্ভবত নবীনই নিতে চলেছেন। কারণ, তাঁর প্রতি সমর্থন রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অমিত শাহর। প্রসঙ্গত, অমিত শাহর পর নাড্ডাও প্রথমে বিজেপির কার্যকরী সভাপতি হিসাবে কাজ করেছিলেন ২০১৯-এর জুন মাসে। পরবর্তী সময়ে কোনও বিরোধিতা ছাড়াই ২০২০-র ২০ জানুয়ারি বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হন নাড্ডা।
বছর ৪৫-এর নবীন বিজেপির বর্ষীয়ান ও প্রাক্তন বিধায়ক নবীন কিশোর প্রসাদ সিনহার পুত্র। নিতিনকে দলে খুব পরিশ্রমী নেতা হিসাবে দেখা হয় । যিনি আদর্শগতভাবে এবং সংগঠনের প্রতি গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ। আরএসএস ব্য়াকগ্রাউন্ড রয়েছে তাঁর। বিহারের বাঁকিপুর বিধানসভা কেন্দ্রের জনপ্রতিনিধি তিনি। এর পাশাপাশি বিহার সরকারে দু'বার মন্ত্রীও থেকেছেন। নবীনের প্রশংসা করে মোদি এর আগে সোশাল মিডিয়ায় লিখেছিলেন, ‘শ্রী নিতিন নবীনজি একজন কর্মঠ কার্যকর্তা হিসেবে নিজের পরিচিতি গড়ে তুলেছেন। উনি তরুণ এবং পরিশ্রমী, সংগঠনের অভিজ্ঞতাও বেশ ভাল। বিহারের বিধায়ক এবং মন্ত্রী হিসেবে ভাল কাজ করছেন, পাশাপাশি, মানুষের কল্যাণে সঁপে দিয়েছেন নিজেকে। বিনম্র স্বভাবের নিতিন মাঠে ময়দানে কাজ করার জন্যই পরিচিত। আমার বিশ্বাস, ওঁর কর্মশক্তি ও নিষ্ঠা আগামী দিনে দলকে আরও মজবুত করবে। বিজেপি-র কার্যনির্বাহী সভাপতি নির্বাচিত হওয়ার জন্য ওঁকে অভিনন্দন’।






















