Brij Bhushan Singh: 'অলিম্পিক্স থেকে ছিটকে যাওয়া কৃতকর্মের ফল', বিনেশ কংগ্রেসে যেতেই ফুঁসে উঠলেন ব্রিজভূষণ
Vinesh Phogat: শুক্রবার কংগ্রেসে যোগ দিয়েছেন বিনেশ এবং বজরং পুনিয়া।
নয়াদিল্লি: তাঁর বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ নিয়ে রাস্তায় নেমেছিলেন কুস্তিগীররা। বিনেশ ফোগত কংগ্রেসে যোগ দেওয়ার পর এবার কার্যত ফুঁসে উঠলেন ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন প্রধান, তথা প্রাক্তন বিজেপি সাংসদ ব্রিজভূষণ সিংহ। বিনেশের কংগ্রেসে যোগদান এবং আসন্ন হরিয়ানা বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়াকে বৃহত্তর ষড়যন্ত্রের ফলশ্রুতি বলে দাবি করলেন তিনি। তাঁর অভিযোগ, যৌন নিগ্রহের অভিযোগ যে আসলে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল, তা এবার প্রমাণ হয়ে গেল। (Brij Bhushan Singh)
শুক্রবার কংগ্রেসে যোগ দিয়েছেন বিনেশ এবং বজরং পুনিয়া। দলে যোগদানের প্রায় সঙ্গে সঙ্গেই বিনেশ হরিয়ানা বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়ে গিয়েছেন। বজরং পেয়েছেন বিশেষ পদ। এর পরই তাঁদের বিরুদ্ধে মুখ খুলেছেন ব্রিজভূষণ। এমনকি প্যারিস অলিম্পিক্স থেকে বিনেশের ছিটকে যাওয়াকে 'ঈশ্বরের বিচার' বলে উল্লেখ করেছেন তিনি। (Vinesh Phogat)
শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ব্রিজভূষণ বলেন, "২০২৩ সালের ১৮ জানুয়ারি যখন প্রতিবাদ শুরু হল, তখনই বলেছিলাম যে, কুস্তিগীরদের প্রতিবাদ নয় ওটা, কংগ্রেসের ষড়যন্ত্র। বিশেষ করে ভূপিন্দর হুডা, দীপেন্দর হুডা, রাহুল গাঁধী এবং প্রিয়ঙ্কা গাঁধীর। এবার সেটা প্রমাণ হয়ে গেল। ওই প্রতিবাদ এবং ষড়যন্ত্রে নেতৃত্ব দেন ভূপিন্দর হুডা। হরিয়ানার মানুষকে বলব, ভূপিন্দর হুডা, দীপেন্দ্র হুডা, বিনেশ ফোগত, বজরং পুনিয়া মেয়েদের সম্মানের জন্য লড়াই করেনি...বরং এর জন্য হরিয়ানার মেয়েদের লজ্জিত হতে হচ্ছে। কংগ্রেস এবং প্রতিবাদীরা এর জন্য দায়ী। রাজনৈতিক স্বার্থে মেয়েদের ব্যবহার করা হয়েছে, মহিলা কুস্তিগীদের সম্মানে আঘাত হানা হয়েছে।"
প্যারিস অলিম্পিক্স থেকে বিনেশের ছিটকে যাওয়া নিয়েও মুখ খোলেন ব্রিজভূষণ। তাঁর বক্তব্য, "একই দিনে দুই বিভাগের ট্রায়ালে উপস্থিত হয় বিনেশ। পাঁচ ঘণ্টার জন্য ট্রায়াল আটকে রেখেছিলেন। ৫৩ কেজি বিভাগে ১০-০তে হারের পর, ৫০ কেজি বিভাগে লড়াই করেন। শিবানি পওয়ার ৫-১-এ জিতছিলেন। কিন্তু হইচই বাধিয়ে, রেফারিরা অসৎ ভাবে বিনেশকে জয়ী ঘোষণা করেন। ঈশ্বরই এর ফল বুঝিয়ে দিয়েছেন।"
মহিলা কুস্তিগীরদের যৌন নিগ্রহে, হুমকি দেওয়ায় অভিযুক্ত ব্রিজভূষণ। সেই অভিযোগ নিয়ে দিল্লিতে কুস্তিগীরদের প্রতিবাদের একেবারে অগ্রভাগে ছিলেন বিনেশ এবং বজরং। প্রতিবাদস্থল থেকে তাঁদের টেনে-হিঁচড়ে সরানোর দৃশ্য দেখেছিল গোটা দেশ। এর পর সম্প্রতি প্যারিস অলিম্পিক্স থেকে যখন ছিটকে যান বিনেশ, তার নেপেথ্যে ষড়যন্ত্রের তত্ত্ব উঠে আসে। সেই সময় বিনেশের পাশে দাঁড়ান কংগ্রেস নেতৃত্ব। ওই সময়ে বিজেপি ছাড়া বাকি সকলকেই পাশে পেয়েছিলেন বলে জানান বিনেশ। এবার রাস্তা থেকে সংসদ পর্যন্ত লড়াই শুরু বলেও গতকাল জানান তিনি।