এক্সপ্লোর
মহিলাদের নিরাপত্তা বৃদ্ধি, ব্যবসায় সাহায্য, পিতৃত্বকালীন ছুটির দাবি, বাজেটের আগে নির্মলার উপর প্রত্যাশার চাপ
একটি সমীক্ষা অনুযায়ী, ৪৮ শতাংশ গৃহবধূই ব্যবসা করে স্বনির্ভর হতে চান। কিন্তু প্রয়োজনীয় দক্ষতার অভাব এবং সামাজিক নিয়মের জাঁতাকলে তাঁদের সেই ইচ্ছা পূরণ হয় না।

নয়াদিল্লি: শুক্রবার ২০১৯-২০ অর্থবর্ষের জন্য কেন্দ্রীয় বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। একজন মহিলা অর্থমন্ত্রী বাজেট পেশ করতে চলায় তিনি মহিলাদের জন্য বিশেষ সুবিধার কথা ঘোষণা করতে পারেন বলে আশা তৈরি হয়েছে। সেই আশা পূরণ হবে কি না, সেটা জানার জন্য ৫ জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে। একটি সমীক্ষা অনুযায়ী, ৪৮ শতাংশ গৃহবধূই ব্যবসা করে স্বনির্ভর হতে চান। কিন্তু প্রয়োজনীয় দক্ষতার অভাব এবং সামাজিক নিয়মের জাঁতাকলে তাঁদের সেই ইচ্ছা পূরণ হয় না। এই মহিলাদের জন্য প্রশিক্ষণ ও রোজগার প্রকল্প চালু করতে পারে। এই প্রকল্পে আর্থিক বরাদ্দ বৃদ্ধি করতে পারেন অর্থমন্ত্রী। শুধু ভারতই নয়, সারা বিশ্বেই মহিলাদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। ভারতে এটি গুরুতর সমস্যা হয়ে দেখা দিয়েছে। এ বিষয়ে সরকারের বিশেষ নজর দেওয়া প্রয়োজন। এবারের বাজেটে মহিলাদের নিরাপত্তার জন্য মোবাইল এসওএস, গণপরিবহণে ক্লোজ সার্কিট ক্যামেরার কথা ঘোষণা করা হতে পারে বলে প্রত্যাশা তৈরি হয়েছে। মহিলা পুলিশকর্মীর সংখ্যাও বাড়ানো হতে পারে। করছাড়ের ক্ষেত্রেও মহিলাদের বিশেষ সুবিধা দেওয়া হতে পারে। মাতৃত্বকালীন ছুটির মতো পিতৃত্বকালীন ছুটির দাবিও পূরণ করা হতে পারে। সবমিলিয়ে মহিলা অর্থমন্ত্রীর উপর প্রত্যাশার চাপ বাড়ছে। তিনি কীভাবে সেই চাপ সামাল দিয়ে দেশের মহিলাদের মন জয় করতে পারেন সেদিকেই তাকিয়ে সবাই।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















