এক্সপ্লোর
Advertisement
ধনতেরাস ও দীপাবলী উপলক্ষে সোনার গয়না কিনছেন? কেনার আগে জেনে নিন যাবতীয় খুঁটিনাটি
গয়না কেনার সময় স্থির মূল্যের মজুরির (ফিক্স চার্জ) উপরে জোর দেবেন। এর ফলে গয়নার দাম কিছুটা হলেও কম দিতে হবে।
কলকাতা: ধনতেরাস ও দীপাবলীর আগে অনেকেই সোনার গয়না কেনেন। তাঁরা মনে করেন, উৎসবের আগে সোনার অলঙ্কার কিনলে তা শুভদিনের বার্তা নিয়ে আসে। কিন্তু স্বর্ণালঙ্কার কেনার আগে কিছু সাবধানতা অবলম্বন অত্যন্ত জরুরি। এই সব গয়না কেনার আগে আপনাদের জন্য রইল এই পরামর্শগুলি।
হলমার্ক দেখে গয়না কিনুন
সোনার গয়না খাঁটি কিনা তা হলমার্ক দেখেই বোঝা যায়। আলাদা আলাদা সোনার গয়নায় সোনার মাত্রাও পৃথক হয়ে থাকে। ২২ ক্যারেটের স্বর্ণালঙ্কারে ৯১.৬ শতাংশ সোনা থাকে। এতে বিআইএস (ব্যুরো অব স্ট্যান্ডার্ড—যে হলমার্ক দিয়ে থাকে) সংখ্যা ৯১৬। ২৩ ক্যারেট সোনার গয়না ৯৫.৮ শতাংশ সোনা থাকে। এর নম্বর ৯৫৮। এই নম্বরগুলি গয়নার উপরে লেখা থাকে।
মজুরি
স্বর্ণালঙ্কারের দামের সঙ্গে গয়না তৈরির মজুরিও যুক্ত থাকে। গয়নায় কতটা সোনা রয়েছে তার উপর মজুরি নির্ভর করে। সেই জন্য গয়না কেনার সময় স্থির মূল্যের মজুরির (ফিক্স চার্জ) উপরে জোর দেবেন। এর ফলে গয়নার দাম কিছুটা হলেও কম দিতে হবে।
ম্যান মেড বনাম মেশিন মেড
সাধারণ ব্যবহারের জন্য যে স গয়না তৈরি হয়, সেগুলি মেশিনে তৈরি হয়। কিছু কিছু গয়নার দোকান এই গয়নাগুলি কারিগরদের দিয়ে তৈরি করায়। মেশিনে তৈরি গয়নাগুলির দাম হাতে তৈরি গয়নার চেয়ে কম হয়। ফলে কোন গয়নাগুলি হাতে তৈরি এবং কোন গয়নাগুলি মেশিনে তৈরি হয়েছে, সে সম্পর্কে নিশ্চিত হওয়া প্রয়োজন। বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ ব্যাপারে আপনি নিশ্চিত হতে পারেন। এ ব্যাপারে সম্যক ধারণা থাকলে কিছু অর্থের সাশ্রয় হতে পারে।
ওজনের দিকে নজর দিন
অনেক কারিগর সোনার গয়নায় পাথর এবং অন্যান্য জিনিসের ওজনও যুক্ত করেন। এই কারণে, গয়নাগুলি ভারী এবং ব্যয়বহুল হয়। সোনার গয়নার ওজন থেকে পাথর বা মূল্যবান পাথর বাদ দিয়ে ওজন করুন। গয়না কেনার সময় সেটিও মনে রাখবেন।
বড় দোকান ও ব্যান্ডেড স্টোর থেকে কিনুন
গয়না কেনার সময় নামী বা ব্র্যান্ডেড স্টোর থেকেই কেনা ভালো। ছোট গয়নার দোকান থেকে সোনা কেনা অনেকসময় ঝুঁকিপূর্ণ হতে পারে। অনেক সময়ই খাঁটি সোনা এই সব ছোট দোকানে পাওয়া যায় না। তাই সর্বদা নির্ভরযোগ্য এবং বড় ব্র্যান্ডেড স্টোর থেকে সোনার গয়না কেনায় জোর দিন। কারণ, নামী ও বড় ব্যান্ডেড স্টোরের গয়নায় নিশ্চয়তা অনেক বেশি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement