বিধানসভা উপ-নির্বাচন: ছত্তিসগঢ়ের চিত্রকূট, মধ্যপ্রদেশের ঝাবুয়ায় জয়ী কংগ্রেস
চিত্রকূট বিধানসভা আসনের অন্তর্গত ২১৩টি বুথ বস্তার এবং ১৬টি সুকমা জেলায়।
রায়পুর ও ভূপাল: ছত্তিসগঢ়ের চিত্রকূট বিধানসভা উপ-নির্বাচনে জয়ী হল কংগ্রেস। ফলাফল ঘোষণা হওয়ার পর দেখা যায়, কংগ্রেস প্রার্থী রাজমন বেঞ্জাম তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির লাচুরাম কাশ্যপর থেকে প্রায় ১৭ হাজারের বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। এই কেন্দ্রটি মূলত মাওবাদী-অধ্যুষিত অঞ্চলে অবস্থিত। মোট বুথ সংখ্যা ২২৯। এর মধ্যে ২১৩টি বুথ বস্তার এবং ১৬টি সুকমা জেলায়। এই কেন্দ্রের কং বিধায়ক দীপক বৈজ লোকসভা ভোটে জয়ী হওয়ায় এই কেন্দ্রে উপ-নির্বাচন আবশ্যক হয়ে পড়েছিল। অন্যদিকে, বিজেপির থেকে মধ্যপ্রদেশের ঝাবুয়া আসনটি ছিনিয়ে নিল কংগ্রেস। প্রবীণ কং নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কান্তিলাল ভুরিয়া তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির ভানু ভুরিয়াকে ২৭,৭৫৭ ভোটের ব্যবধানে হারিয়ে দিয়েছেন। ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির জি এস দামোর ১০ হাজারের বেশি ভোটের ব্যবধানে হারিয়েছিলেন কান্তিলালের ছেলে বিক্রান্তকে। ওই হারের অন্যতম কারণ ছিল বিদ্রোহী কং প্রার্থী জেভিয়ার মেদা। কারণ, তিনি প্রায় ৩৬ হাজার ভোট টেনে নিয়েছিলেন। যে কারণে, তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে তিনি কংগ্রেসে ফিরে আসেন এবং এবার কান্তিলালকে সমর্থন করেন। এই জয়ের ফলে, ২৩০ আসন বিশিষ্ট মধ্যপ্রদেশ বিধানসভায় কংগ্রেসের শক্তি বেড়ে দাঁড়াল ১১৫। বিজেপির ১০৮।