বাঁশদ্রোণীতে জলের ট্যাঙ্কে ২ শিশুর দেহ, খেলতে খেলতে পড়ে গিয়ে মৃত্যু, অনুমান পুলিশের
কলকাতা: বাঁশদ্রোণীতে নির্মীয়মাণ বাড়ির জলের ট্যাঙ্ক থেকে উদ্ধার দুই শিশুর দেহ। খেলতে খেলতে পড়ে গিয়ে দুজনের মৃত্যু হয়েছে অনুমান পুলিশের। মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া বাঁশদ্রোণীর ঘোষপাড়া এলাকায়।
রোজকার মতো শনিবার সকালে বাড়ি থেকে খেলতে বেরিয়েছিল সাড়ে পাঁচ বছরের শুভদীপ দুয়ারি। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। প্রতিবেশীরাও খোঁজাখুঁজি শুরু করলে দেখা যায়, শুভদীপের প্রতিবেশী ৭ বছরের অঙ্কিত ঘোষের ছোট সাইকেল পড়ে রয়েছে সামনের নির্মীয়মাণ বাড়ির মধ্যে। পরে দেখা যায়, একটি চটি ভাসছে ওই বাড়িরই জলের ট্যাঙ্কে। ওই ট্যাঙ্ক থেকেই উদ্ধার হয় শুভদীপ ও অঙ্কিতের দেহ। ট্যাঙ্ক থেকে দুজনকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা।
কিন্তু কীভাবে জলের ট্যাঙ্কে পড়ে গেল দুই শিশু? পুলিশের ধারণা, খেলতে খেলতে ওই ট্যাঙ্কের কাছে যায় দুই শিশু। কোনওভাবে একজন জলে পড়ে গেলে তাকে তুলতে গিয়ে ৬ ফুট গভীর ট্যাঙ্কে পড়ে যায় অন্যজন। মৃত্যু হয় ২ জনেরই।
নির্মীয়মাণ বাড়ির মালিকের বিরুদ্ধে ৩০৪এ ধারায় গাফিলতিতে মৃত্যুর অভিযোগে মামলা রুজু হয়েছে। রবিবার ময়না তদন্ত। প্রাথমিক রিপোর্ট এলেই স্পষ্ট হবে মৃত্যুর কারণ।