বিটকয়েন-প্রতারণা: কলকাতায় গ্রেফতার আরও ২

কলকাতা: টোপ দেওয়া হয়েছিল, রাতারাতি কোটিপতি হওয়ার। কিন্তু কোটিপতি হতে গিয়ে সর্বস্বান্ত হওয়ার অভিযোগ। ভিনরাজ্যের এক বাসিন্দার অভিযোগের প্রেক্ষিতে শহরে গ্রেফতার আরও ২ অভিযুক্ত। ধৃতদের নাম, সুব্রত দে এবং তাপস দাস। বিধাননগর দক্ষিণ থানার পুলিশ সূত্রে খবর, সল্টলেকের দত্তাবাদ থেকে সুব্রত দে ওরফে বুয়া এবং রাজারহাট থেকে তাপস দাসকে গ্রেফতার করা হয়েছে। বহুজাতিক সংস্থায় কর্মরত দিল্লির বাসিন্দা শান্তনু শর্মা নামে এক ব্যক্তির অভিযোগ, বিটকয়েনে লগ্নি করে কোটিপতি হওয়ার টোপ দিয়ে তাঁর কাছ থেকে ৬১ লক্ষ ৮৫ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়। অভিযোগ, টাকা নেওয়ার পরই বেপাত্তা হয়ে যান অভিযুক্ত ৬ জন। বিটকয়েন হল এক ধরনের ডিজিটাল মুদ্রা বা সাঙ্কেতিক মুদ্রা। যাকে বলে ক্রিপ্টোকারেন্সি। বাস্তবে যার অস্তিত্ব নেই। ডলার কিংবা ইউরোর বিনিময়ে বিটকয়েন কেনা-বেচা যায়। অনলাইনে বিটকয়েন খরচ করে পাওয়া যায় বাস্তবের বিভিন্ন ধরনের পরিষেবা। কিন্তু তার ওপর নিয়ন্ত্রণ নেই বিশ্বের কোনও ব্যাঙ্কের। ১১ জানুয়ারি বিধাননগর দক্ষিণ থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি। অভিযুক্ত ৬জনকেই গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, তাদের জিজ্ঞাসাবাদ করে গ্রেফতার করা হয়েছে এই ২ জনকে। ধৃতদের ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের। এই নিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়াল ৮।






















