এক্সপ্লোর
কম্পালসারি ওয়েটিং থেকে ফের পদে তিন ডিসি

কলকাতা: কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো কলকাতা পুলিশের তিন ডিসিকে পুনর্বহাল করল রাজ্য সরকার। এ ছাড়াও আইপিএস স্তরে একাধিক রদবদল হয়েছে এদিন। বিধানসভা ভোটের ফল ঘোষণার পরেই কলকাতা পুলিশের ৩ ডেপুটি কমিশনারকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হয়েছিল। বৃহস্পতিবার তাঁরা ফের পদ পেলেন। হাওড়া পুলিশ কমিশনারেটের ডিসি (নর্থ) পদে পাঠানো হয়েছে সুমনজিৎ রায়কে। সন্তোষ পাণ্ডেকে বিধাননগর পুলিশের জোন-ওয়ানের ডিসি করা হয়েছে। ধ্রবজ্যোতি দে-কে ব্যারাকপুর পুলিশের দু’নম্বর জোনের ডিসি করা হয়েছে। কম্পালসারি ওয়েটিংয়ে থাকা অপর এক আইপিএস রশিদ মুনির খানকে তুলনায় কম গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হয়েছে। তাঁকে ইএফআরের সেকেন্ড ব্যাটালিয়নের কমান্ডান্ট করেছে সরকার। পাশাপাশি, এদিন রদবদল করা হয়েছে কলকাতা পুলিশেও। আইজি (পশ্চিমাঞ্চল) হচ্ছেন কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার রাজীব কুমার মিশ্র। ডিসি ট্রাফিক সাউথ নীলাদ্রি চক্রবর্তীকে রাজ্য সশস্ত্র পুলিশের ৩ নম্বর ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার করা হয়েছে। কলকাতা পুলিশের নতুন ডিসি ট্রাফিক সাউথ হয়েছেন কল্যাণ মুখোপাধ্যায়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















