এক্সপ্লোর
বাইপাসে তীব্র গতিতে ডিভাইডারে ধাক্কা বাইকের, মৃত্যু তিন আরোহীর
কলকাতা: নিয়ম ভেঙে, হেলমেট না পরে বাইক ছোটানোর মাসুল। ইএম বাইপাসে বাইক দুর্ঘটনায় প্রাণ গেল তিন যুবকের।মুকুন্দপুরের বাসিন্দা এই যুবকের নাম কুশল মিস্ত্রি, সুমন মিস্ত্রি ও কুণাল মিস্ত্রি।
এর মধ্যে কুশল ও সুমন দুই ভাই। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত পৌনে তিনটে নাগাদ প্রগতি ময়দান থানা এলাকার অম্বেডকর ব্রিজ দিয়ে দুরন্ত গতিতে বাইকে করে আসছিলেন এই তিন যুবক। কারও মাথায় হেলমেট ছিল না। রাস্তায় একটি ডিভাইডারে ধাক্কা মেরে বাইকটি উল্টে যায়। ছিটকে পড়েন তিন যুবক। তিনজনেরই গুরুতর আঘাত লাগে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁদের মৃত্য হয়।
লালবাজার থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে, পুজোর সময় কোনওভাবেই হেলমেটহীন মোটরবাইক আরোহীদের রেয়াত করা হবে না। বাইকে দু’জনের বেশি লোক নিয়ে দাপিয়ে বেড়ানো যাবে না। নিয়ম ভাঙলে বাজেয়াপ্ত করা হবে গাড়ি, শাস্তি হবে নিয়ম ভঙ্গকারীর। কিন্তু, বাইক আরোহীরা যে পুলিশের নির্দেশের তোয়াক্কাই করছে না, তা পরিষ্কার হয়ে যায় পঞ্চমীর রাত গড়াতেই। হেলমেট ছাড়া কলকাতার রাস্তায় দাপিয়ে বেড়াতে দেখা যায় বাইক আরোহীদের।
এমনকী, পুলিশের একেবারে সামনে দিয়েও ভয়ডরহীনভাবেই বাইক চালিয়ে যেতে দেখা যায় কয়েকজনকে।
তবে এই বেপরোয়া মানসিকতার মাসুল যে কী মারাতমক হতে পারে, তা-ই দেখিয়ে দিল বাইপাসের দুর্ঘটনা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement