এক্সপ্লোর
বাগুইআটিতে পানশালা নর্তকীর রহস্যমৃত্যুর ঘটনায় গ্রেফতার অভিযুক্ত

কলকাতা: বাগুইআটির অর্জুনপুরের আবাসনে পানশালা নর্তকীর রহস্যমৃত্যুর ঘটনায় গ্রেফতার এক অভিযুক্ত। ধৃতের নাম সঞ্জীব সর্দার। গতকাল রাজারহাট থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলা রুজু করা হয়েছে। তবে ওই নর্তকী খুন হয়েছিলেন কি না এবং ধৃত ব্যক্তি খুনের সঙ্গে জড়িত কি না তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ১৫ জানুয়ারি অর্জুনপুরের আবাসনের ফ্ল্যাটের দরজা ভেঙে পানশালা নর্তকীর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের দাবি, ধৃত ব্যক্তি এই নর্তকীর ফ্ল্যাটে আসতেন। ঘটনার দিন আবাসনের সিসিটিভি ক্যামেরাতেও তাঁর ছবি ধরা পড়েছিল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















