এক্সপ্লোর
নোট বাতিলের তিন মাস, দুঃখের দিন ফুরোয়নি, প্রশ্ন হচ্ছে আর কতদিন? টুইটে মোদীকে আক্রমণ মমতার

ফাইল চিত্র
কলকাতা: আজ নোট বাতিলের তিন মাস পূর্ণ হল। দুঃখের দিন ফুরোয়নি, প্রশ্ন হচ্ছে আর কতদিন? ফের টুইট করে নরেন্দ্র মোদীকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের।
মুখ্যমন্ত্রী তাঁর টুইটার হ্যান্ডেলে লিখেছেন, আজ নোট বাতিলের তিন মাস পূর্ণ হল। দুঃখের শেষ হয়নি এখনও। মানুষ আর্থিক স্বাধীনতা হারিয়েছে। ওটা হারানো মানে আসল স্বাধীনতাই হারানো। ‘কিছু ধনী পুঁজিপতির কষ্ট হচ্ছে না। সাধারণ মানুষ, মধ্যবিত্ত শ্রেণি, গরিবদের কষ্টের দিন ফুরোয়নি।অর্থনীতির গতি শ্লথ হয়েছে। দেশ ভুগছে অর্থ সঙ্কটে। প্রশ্ন হচ্ছে আর কতদিন চলবে এই পরিস্থিতি? ডিমানিটাইজেশন-রিমানিটাইজেশনের জেরে গোটা দেশই বেলাইন। লক্ষ্যহীন, দিশাহীন, উদ্দেশ্যহীন পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের তোপ মমতার।
DeMo-ReMo derailed the nation. Visionless, missionless, directionless. Today three months #DeMonetisation 5/5
— Mamata Banerjee (@MamataOfficial) February 8, 2017
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
Advertisement























