এক্সপ্লোর
‘আমচোর’ বাগানের পাহারাদার পুলিশই? মামলা দায়ের

কলকাতা: রক্ষক পুলিশের বিরুদ্ধেই ভক্ষক হয়ে ওঠার অভিযোগ। যাঁদের বাগান পাহারা দেওয়ার কথা, আম চুরির অভিযোগ তাঁদের বিরুদ্ধেই! হাইকোর্টে ফের মামলা আম বাগানের মালিকের। দু’ সপ্তাহ বাদে মামলার শুনানি। বাগানের আম যেন চুরি না হয়। পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু, সেই পুলিশের বিরুদ্ধেই আমচুরির অভিযোগে মামলা দায়ের। নদিয়ার শান্তিপুরের বাসিন্দা বিনোদ বালার সাত বিঘা জমিতে আম চাষ হয়। জমি দখল করে দুষ্কৃতীরা আম লুঠ করছে, এই অভিযোগ জানিয়ে ২০১৩ সালে হাইকোর্টে মামলা করেন তিনি। পুলিশি নিরাপত্তায় আম পাড়া ও বিক্রির নির্দেশ দেয় হাইকোর্ট। কিন্তু, এ বছর সেই পুলিশের উপস্থিতিতেই আম লুঠের অভিযোগ করেছেন বিনোদ বালা। সোমবার ফের হাইকোর্টে মামলা দায়ের করেছেন তিনি। দু’ সপ্তাহ পর মামলার শুনানি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















