এক্সপ্লোর
তথ্য হাতিয়ে অ্যাকাউন্ট থেকে টাকা লোপাট, দেওঘর থেকে গ্রেফতার প্রতারক

কলকাতা: মোবাইলে ফোন করে ব্যাঙ্ক ম্যানেজার পরিচয় দিয়ে তথ্য হাতিয়ে সল্টলেকের এক বাসিন্দার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়ার অভিযোগ। ঝাড়খণ্ডের দেওঘর থেকে গ্রেফতার অভিযুক্ত। সল্টলেকের সেক্টর থ্রি-র জিবি ব্লকের বাসিন্দা শ্যামানন্দ রায়। অভিযোগ, তাঁর এটিএম কার্ড ব্লক হয়ে গিয়েছে বলে ব্যাঙ্ক ম্যনেজার পরিচয় দিয়ে মোবাইলে ফোন করে পাসওয়ার্ড হাতিয়ে নেয় আজুদ্দিন আনসারি। ব্যাঙ্ক থেকে তুলে নেয় ৮৪ হাজার টাকা। ঘটনাটি ঘটে ২০১৫-র ডিসেম্বর মাসে। এবছরের জানুয়ারি মাসে বিধাননগর কমিশনারেটের সাইবার অপরাধ দমন শাখায় অভিযোগ দায়ের করেন সল্টলেকের ওই বাসিন্দা। তার ভিত্তিতে তদন্ত চালিয়ে গতকাল ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















