এক্সপ্লোর
Advertisement
বিশ্ববাংলা: স্বপ্নের লোগো তাঁরই, বিনামূল্যে দেওয়া হয়েছে রাজ্যকে, নাম না করে মুকুলকে হুঁশিয়ারি মমতার
কলকাতা: বিশ্ব বাংলা বিতর্কে প্রথমবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী। নাম না করে মুকুল রায়কে জবাব দিয়ে বিধানসভায় আজ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কেউ কেউ এনিয়ে কুৎসা রটাচ্ছে। কিন্তু, বিশ্ব বাংলা লোগো, নাম আমার তৈরি। ২০১৩ সালে এই লোগো তৈরি করি। রাজ্য সরকারকে সম্পূর্ণ বিনামূল্যে তা ব্যবহার করতে দেওয়া হয়েছে। রাজ্য সরকার যতদিন ইচ্ছা তা ব্যবহার করবে। রাজ্য সরকার কোনওদিন ছেড়ে দিলে, তা আমার কাছে ফিরে আসবে। বিশ্ববাংলা লোগো আমার স্বপ্ন। স্বপ্ন কখনও বিক্রি হয় না। স্বপ্নের কোনও মূল্য হয় না।
সম্প্রতি ধর্মতলায় বিজেপির সভা থেকে মুকুল রায় দাবি করেন, বিশ্ব বাংলা লোগো সরকারি নয়। এটি বেসরকারি। যার মালিক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিকানা ৩০বি, হরিশ চ্যাটার্জি স্ট্রিট। যা কিনা মুখ্যমন্ত্রীরই বাড়ির ঠিকানা।
এরপর নবান্নে সাংবাদিক সম্মেলন করে স্বরাষ্ট্রসচিব অত্রি ভট্টাচার্য এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প দফতরের সচিব রাজীব সিংহ দাবি করেন, মিথ্যা কথা বলছেন মুকুল রায়। ওই ব্র্যান্ড ও লোগো পশ্চিমবঙ্গ সরকারের নামেই নথিভুক্ত রয়েছে বলেও দাবি করেন অত্রিবাবু।
এ ধরনের অভিযোগ করায় প্রাক্তন তৃণমূল সাংসদ মুকুলের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন অভিষেক।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
খবর
Advertisement