শিলিগুড়িতে ৮ বছরের বালিকাকে ‘ধর্ষণ-খুন’, বিজেপির অবস্থান বিক্ষোভে উত্তপ্ত ধর্মতলা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, গ্রেফতার লকেট, পরে জামিন
শিলিগুড়ি ও কলকাতা: শিলিগুড়িতে যৌন নির্যাতন করে নাবালিকাকে খুনের অভিযোগ, উত্তপ্ত ধর্মতলা। বিজেপির মহিলা মোর্চার অবস্থান বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। শিলিগুড়িতে যৌন নির্যাতনের পর ৮ বছরের বালিকা খুনের ঘটনার প্রতিবাদে সোমবার মুরলীধর সেন লেনের দলীয় কার্যালয় থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে মহিলা মোর্চা। ধর্মতলা পৌঁছে রাস্তা অবরোধ শুরু করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। গ্রেফতার করা হয় মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়-সহ কয়েকজনকে। পরে অবশ্য জামিন পান লকেটরা। হেয়ারস্ট্রিট থানায় পাল্টা এফআইআর করেন পুলিশের বিরুদ্ধে। অন্যদিকে, সোমবার মৃত নাবালিকার বাড়িতে যান পর্যটনমন্ত্রী গৌতম দেব। তিনি সাফ জানান, দোষ প্রমাণিত হলে কেউ পার পাবে না। বৃহস্পতিবার শিলিগুড়ির জনতানগরের এই বাড়ির ছাদে মোবাইল টাওয়ার থেকে ভাড়াটের ৮ বছরের বালিকার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ভক্তিনগর থানায় রুজু হয় খুনের মামলা। রবিবার সকালে গ্রেফতার করা হয় বাড়িওয়ালার ছোট ছেলে সুরজিৎ সরকারকে। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলেছে বিজেপির মহিলা মোর্চা।