এক্সপ্লোর
১০ টাকার কয়েন নিয়ে বচসা, শিশুকন্যা সহ মহিলাযাত্রীকে নামতে না দিয়ে চম্পট ট্যাক্সি চালকের

কলকাতা: নোট বাতিল নিয়ে দুর্ভোগের মধ্যেই ১০ টাকার কয়েন নিয়ে বচসা। আর তা ঘিরে শহরে ফের ট্যাক্সি দৌরাত্ম্যের অভিযোগ। ঘটনার সূত্রপাত্র বিকেল ৪টেয়। প্রিন্স আনোয়ার শাহ রোডের একটি শপিং মল থেকে নিউ আলিপুর যাওয়ার জন্য শিশুকন্যাকে নিয়ে ট্যাক্সিতে ওঠেন এক মহিলা। গন্তব্যে পৌঁছনোর পর ভাড়া দিতে গিয়ে একটি ১০ টাকার কয়েন দেন তিনি। ট্যাক্সি চালক ১০টাকার কয়েন নিতে অস্বীকার করেন বলে অভিযোগ। মহিলার সঙ্গে বচসা শুরু হয় ট্যাক্সি চালকের। যাত্রীর অভিযোগ, তাঁকে নামতে না দিয়েই ট্যাক্সি নিয়ে চম্পট দেন চালক। মহিলার চিত্কার শুনে বাইক নিয়ে ট্যাক্সির পিছু ধাওয়া করেন স্থানীয় দুই যুবক। এরপর বেহালার রায়বাহাদুর রোডের কাছে স্থানীয়রাই ধরে ফেলেন ট্যাক্সিটিকে। ঘটনার এই আকস্মিকতা এখনও কাটিয়ে উঠতে পারেনি শিশুটি। অভিযুক্ত ট্যাক্সি চালক কল্লোর চক্রবর্তীকে গ্রেফতার করেছে নিউ আলিপুর থানার পুলিশ। বিজ্ঞপ্তি দিয়ে রিজার্ভ ব্যাঙ্ক স্পষ্ট করে দিয়েছে, ১০ টাকার কয়েন নিষিদ্ধ নয়। কিন্তু নোট বাতিলের যান্ত্রণার মাঝে, নতুন ঝামেলা শুরু হয়েছে ১০ টাকার কয়েন নিয়ে। নকলের গুজব.... আর আতঙ্কে জটিল হয়ে উঠেছে পরিস্থিতি। সোমবার যার মাসুল গুণতে হল এই মহিলাকে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট






















