‘বরাতজোরে বেঁচে গিয়েছি’, মেট্রো দফতরে লিফট-বিভ্রাটের কবলে মদন মিত্র
কলকাতা: বুধবার কলকাতা মেট্রো রেলের একটি কর্মী ইউনিয়নের নির্বাচন। তার ঠিক আগের দিন, মেট্রো রেলের দফতরে লিফট-বিভ্রাটে পড়লেন মদন মিত্র। শ্যামবাজারে মেট্রো রেলের ইলেকট্রিক্যাল সাব স্টেশন রয়েছে। ভোট প্রচারের জন্য এদিন বিকেলে সেখানে যান, তৃণমূল প্রভাবিত কর্মী ইউনিয়নের সভাপতি মদন মিত্র। গ্রাউন্ড ফ্লোর থেকে লিফটে ওঠেন তিনি। মদনের দাবি, লিফটি চারতলায় গিয়ে থেমে যায়! সেখানে কিছুক্ষণ আটকে থাকার পর, আচমকা লিফটি আবার নিচের দিকে নামতে শুরু করে! প্রচণ্ড ঝাঁকুনি খেয়ে সেটি গ্রাউন্ড ফ্লোরে নামে। তৃণমূল নেতার দাবি তিনি প্রায় এক-ঘণ্টা লিফ্টে আটকে ছিলেন। বলেন, এক ঘণ্টা আটকে ছিলাম। বরাতজোরে বেঁচে গিয়েছি। তবে একটা লিফটম্যান থাকবে তো! কোমর ও ঘাড়ে চোট লাগায় মদন মিত্রকে কামারহাটির সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কলকাতা মেট্রোর তরফে দাবি করা হয়েছে, ওই লিফটটি পণ্য ওঠানো নামানোর কাজে ব্যবহার করা হত। ঘটনার পরপরই লিফটটি পরিদর্শন করেন মেট্রো রেলের ইঞ্জিনিয়াররা। আপাতত লিফটটি বন্ধ রাখা হয়েছে।
শুনুন মদন মিত্রর প্রতিক্রিয়া ...