প্রকাশিত ডাক্তারির অভিন্ন প্রবেশিকা 'নিট'-এর ফল, ১৩ তম স্থানে রাজ্যের ঋত্বিক কুমার সাহু, ৩৯ তম আদিত্য সারাওগি
কলকাতা: প্রকাশিত হল সিবিএসই পরিচালিত ডাক্তারির অভিন্ন প্রবেশিকা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (নিট)-এর ফল। সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকার ফল জানা যাচ্ছে https://cbseneet.nic.in ও cbseresults.nic.in এই দুটি ওয়েবসাইটে। মেধা তালিকায় এক নম্বরে নাম রয়েছে কল্পনা কুমারীর। ৭২০-র মধ্যে কল্পনা পেয়েছেন ৬৯১। তাঁর পার্সেন্টাইল ৯৯.৯৯। ৬৯০ নম্বর নিয়ে যুগ্ম দ্বিতীয় স্থানে রয়েছেন তেলঙ্গনার রোহন পুরোহিত ও দিল্লির হিমাংশু শর্মা। যুগ্ম তৃতীয় স্থান দখল করেছেন দিল্লির আরোশ ধামিজা ও রাজস্থানের প্রিন্স চৌধুরি। দুজনই ৬৮৬ নম্বর পেয়েছেন।
আদিত্য সারাওগিরাজ্যের মধ্যে প্রথম হয়েছেন ঋত্বিক কুমার সাহু।তাঁর সর্বভারতীয় র্যাঙ্কিং ১৩। এছাড়া, প্রথম পঞ্চাশজনের মধ্যে জায়গা পেয়েছেন আদিত্য সারাওগি। মেধা তালিকায় ৩৯ তম স্থানে রয়েছেন তিনি। ২৬৭ তম স্থানে নাম রয়েছে শৌনক মজুমদারের। ২৭৯ তম স্থানে রয়েছেন অর্চিষ্মান মজুমদার। চলতি বছর, গত ৬ মে, মোট ১৩ লক্ষ ২৬ হাজার ৭২৫ জন নিট পরীক্ষায় বসেছিলেন। মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া ও ডেন্টাল কাউন্সল অফ ইন্ডিয়া অনুমোদিত দেশের বিভিন্ন এমবিবিএস ও বিডিএস পাঠ্যক্রমে ভর্তির জন্য এই পরীক্ষা দিতে হয়।