এক্সপ্লোর
শিশুমৃত্যুর জেরে অশান্তি বিধানচন্দ্র রায় শিশু হাসপাতালে

কলকাতা: ভুল চিকিৎসায় শিশুমৃত্যুর অভিযোগে বিধানচন্দ্র রায় রায় শিশু হাসপাতালে উত্তেজনা। খান্নার নন্দনবাগানের বছর দুয়েকের স্বাতী সেনকে গতকাল সকালে শ্বাসকষ্টের কারণে হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের দাবি, সন্ধেয় হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শিশুটির নিউমোনিয়া হয়েছে, অবস্থা সঙ্কটজনক। এরপর থেকে স্বাতীর বাড়ির লোককে তার কাছে যেতে দেওয়া হয়নি। রাত সাড়ে ১১টা নাগাদ স্বাতীর মা আত্মীয়দের মেয়ের মারা যাওয়ার খবর দেন। এরপরই রোগীর আত্মীয় ও প্রতিবেশীরা উত্তেজিত হয়ে পড়েন। পরিবারের দাবি, ভুল চিকিৎসায় শিশুটির মৃত্যু হয়েছে। যদিও চিকিত্সায় গাফিলতির কথা অস্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ। এ ব্যাপারে কোনও লিখিত অভিযোগ দায়ের করেনি স্বাতীর পরিবার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















