এক্সপ্লোর
বিদ্যুৎ চুরির জন্য রাখা খোলা তারে হাত, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু শিশুর

কলকাতা: এবার কড়েয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু। বিদ্যুৎ চুরির জন্য রাখা খোলা তারে হাত। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে মৃত্যু। এলাকায় উত্তেজনা। যশ বেঙ্গানির পর এবার সুহানা খাতুন। চার দিনের মধ্যে শহরে ফের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু। অসতর্কতার বলি আরও এক কচি প্রাণ। ঘটনাস্থল কড়েয়া থানার ৬৬ নম্বর মসজিদবাড়ি লেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, সকাল ৭টা নাগাদ বাড়ির বাইরে খেলতে বেরোয় পাঁচ বছরের সুহানা। কিন্তু খেয়াল করেনি, ঝুলে রয়েছে মৃত্যুফাঁদ। খোলার ছলে ঝুলে থাকা একটি তারে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হলে সুহানাকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। অভিযোগ, এলাকায় ব্যাপকভাবে বিদ্যুত্ চুরির ঘটনা ঘটছে। বিপজ্জনকভাবে টানা হয়েছে তার। সেরকমই একটি খোলা তার ঝুলে পড়েছিল বৃষ্টির মধ্যে। যাতে হাত দিয়ে অকালে চলে গেল সুহানা। গত সোমবার, এরকমই মর্মান্তিক ঘটনার সাক্ষী হয় ভবানীপুর। সোমবার সন্ধেয় টিউশন পড়ে ফিরছিল ১৪ বছরের যশ বেঙ্গানি। বৃষ্টিতে জল থৈ থৈ রমেশ মিত্র রোড দিয়ে ফেরার সময় পড়ে যায় যশ। রাস্তার ধারে ছিল একটি ত্রিফলা বাতিস্তম্ভ। সেটিকে আঁকড়ে ধরেই ওঠার চেষ্টা করে সে। কিন্তু আর উঠতে পারেনি। এদিন, খেলতে গিয়ে আর ফিরে এল না ৫ বছরের সুহানা। যশের মৃত্যুর পর যেভাবে বাতিস্তম্ভে সেলোটেপ জড়ানো হচ্ছে, সুহানার মৃত্যুর পরও হয়তো বেআইনি বিদ্যুত্ সংযোগ খুলতে শুরু হবে ধরপাকড়। কিন্তু যশ-সুহানারা ফিরবে কি?
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















