এক্সপ্লোর
মুখ্যমন্ত্রীর উদ্যোগে এসএসকেএমে শিশুর কানে অস্ত্রোপচার, ১০ লক্ষ টাকা দিল রাজ্য

কলকাতা: হাসি-খুশি ফুটফুটে এই মুখ ক’দিন আগেও ছিল শব্দহারা! ক’দিন আগেও এই জীবন ছিল স্তব্ধতায় ভরা! বাকহীন সেই জীবনেই কথা ফুটল বুধবার। যে দৃশ্যের সাক্ষী রইল রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম। পূর্ব মেদিনীপুরের মহিষাদলে বাড়ি ৭ বছরের স্বপ্ননিকা বারিকের। মেধাবী এই খুদে জন্ম থেকেই জর্জ্জরিত প্রতিবন্ধকতায়। শ্রবণ এবং বাক - দুই শক্তিই তার নেই বললেই চলে। দীর্ঘ চিকিৎসায় ফল মেলেনি। লাভ হয়নি হিয়ারিং এইড লাগিয়েও। পরিবারের রোজগার বলতে, একচিলতে দোকান। মেয়ের চিকিত্সা করাতে গিয়ে সর্বঃস্বান্ত বাবা! এই পরিস্থিতিতে ২৩ মে, মেয়েকে নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ি যান মা-বাবা। একটাই আর্তি, যদি কোনওভাবে মেয়ের চিকিৎসা করানো যায়। সব শুনে মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দেন, তিনি স্বপ্ননিকার চিকিৎসার খরচ দেবেন। এরপরই নির্দেশ যায় এসএসকেএম কর্তৃপক্ষের কাছে। হাসপাতালের ইএনটি বিভাগের প্রধানের তত্ত্বাবধানে স্বপ্ননিকার কানে বসানো হয় এই যন্ত্র, যার নাম ককলিয়ার। দাম ৫ লক্ষ ৮০ হাজার টাকা! শিশুটির চিকিৎসার জন্য ১০ লক্ষ টাকা দিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। শিশুর মা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, চিকিৎসার ক্ষমতা ছিল না। সিএমকে বলি, উনি দায়িত্ব নেন। ধন্যবাদ। বারবার কেঁদে উঠতো প্রাণ। মনে হত, কখন ডাকবে মেয়েটা ‘মা’ বলে! সেই ‘মা’ ডাকেই এখন আত্মহারা জন্মদাত্রীর মন! আর স্বপ্ন উড়ানের প্রতীক্ষায় স্বপ্ননিকার জীবন!
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















