উদ্বোধন হল কলকাতা বইমেলার, ইতিহাস ও বিজ্ঞানের বিকৃতি রুখতে সাহিত্যিকদের আহ্বান মুখ্যমন্ত্রীর
কলকাতা: সুচনা হল ৪২তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার। বইমেলার উদ্বোধনী মঞ্চ থেকেই, ইতিহাস ও বিজ্ঞানের বিকৃতি রুখতে সাহিত্যিকদের নজর রাখার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সাহিতিকদের অনুরোধ, আপনারা পাহারাদার। ইতিহাস ও বিজ্ঞানের বিকৃতি রুখতে হবে আপনাদের। পদ্মাবত বিতর্কে এখনও সরগরম দেশ। চার্লস ডারউইনের বিবর্তনবাদ বৈজ্ঞানিকভাবে ভুল, স্কুল-কলেজের পাঠক্রমে পরিবর্তন প্রয়োজন- -ক’দিন আগে এই মন্তব্য করে দেশজুড়ে বিতর্ক বাধিয়েছেন মোদি সরকারের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী সত্যপাল সিংহ। এই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রীর এদিনের মন্তব্য যথেষ্ট তাত্পর্যপূর্ণ বলে মনে করছে পর্যবেক্ষকদের একাংশ। এবার বইমেলার থিম কান্ট্রি ফ্রান্স। বইমেলার উদ্বোধনের দিনই ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মান লেজিয়ঁ দ’ নর-এ ভূষিত সৌমিত্র চট্টোপাধ্যায়কে। এপ্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ৩০ বছর পর পাচ্ছেন। সৌমিত্রদাকে অভিন্দন। এদিনের অনুষ্ঠানে প্রকাশিত হয় মুখ্যমন্ত্রীর ৯টি বই। মঙ্গলবার উদ্বোধন হলেও সাধারণের জন্য কলকাতা বইমেলার দরজা খুলবে বুধবার। চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন মেলা খোলা বেলা ১২টা থেকে রাত ৮টা। মিলন মেলার বদলে এবারই প্রথম সল্টলেকের সেন্ট্রাল পার্কে হচ্ছে বইমেলা। ১২ একর জায়গা জুড়ে হয়েছে অসংখ্য স্টল। পরের বছর বইমেলার উদ্বোধন ১৯ জানুয়ারি।