এক্সপ্লোর

কেডি-কে সাংসদ করা সবচেয়ে বড় ভুল, দলীয় সাংসদ প্রসঙ্গে বিস্ফোরক মমতা, বিজেপির সঙ্গে পরোক্ষে আঁতাঁতের ইঙ্গিত

কলকাতা: নারদ নিউজের সিইও তথা সম্পাদক ম্যাথু স্যামুয়েলের দাবি, কে ডি সিংহর নির্দেশে এবং তাঁরই দেওয়া টাকায় স্টিং অপারেশন করেছিলেন তিনি! এই পরিস্থিতিতে দলের রাজ্যসভার সাংসদকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূলনেত্রী!  এদিন এবিপি আনন্দর স্টুডিয়োয় এসে মুখ্যমন্ত্রী বললেন, (কেডি কে সাংসদ করা) ইট ওয়াস মাই ব্লান্ডার। এটা আমাদের ভুল। মানুষ মাত্রই তো ভুল হয়। মুখ্যমন্ত্রী যোগ করেন, বুদ্ধবাবুর সঙ্গে কে ডি-র অনেক ছবি দেখেছি। আকাশ বাংলার কেডির শেয়ার ছিল। ঝাড়খণ্ড থেকে যখন সাংসদ হল, সিবিআই হয়েছে। কেডি ভাল লোক বলে জানতাম। তারপর দলের হয়ে সাংসদ করি। মুখ্যমন্ত্রী জানান, এখন কে ডির সঙ্গে খুব কম যোগাযোগ রয়েছে তাঁর। বলেন, আমার সঙ্গে ৪-৫ বছর যোগাযোগ নেই। এখানেই শেষ নয়। দলীয় সাংসদ কে ডি সিংহর সঙ্গে বিজেপির পরোক্ষে আঁতাঁতেরও ইঙ্গিত দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়! বলেন, কেডির সঙ্গে বিজেপির সম্পর্ক ভাল। সঙ্গে জানালেন, বহিষ্কার করেও কোনও লাভ নেই। কারণ, মনোনীত হওয়ায় সাংসদ পদ বহাল থাকবে। পাশাপাশি, নারদ-টেপের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, এটা প্ল্যান্টেড কেস।নারদের কোনও বিশ্বাসযোগ্যতা নেই। ল্যাপটপ-ফোনে কোনও ফুটেজ না পাওয়ার দাবি। বিজেপির চক্রান্তের অভিযোগ। নেপথ্যে ৩-৪জন আছে বলে সন্দেহ। কলকাতা হাইকোর্টে পেশ করা হলফনামায় নারদ নিউজের সম্পাদক ম্যাথু স্যামুয়েলের দাবি, অ্যালকেমিস্ট গ্রুপের অধীনস্থ, তহলকার হয়ে তিনি ওই স্টিং অপারেশন করেছিলেন। এর জন্য যখন যা টাকার দরকার হয়েছিল, তা দিয়েছিল অ্যালকেমিস্ট গ্রুপ। এই অ্যালকেমিস্ট গ্রুপেরই মালিক তৃণমূল সাংসদ কে ডি সিংহ! তাঁর সংস্থার বিরুদ্ধে এক আমাতকারী প্রতারণার অভিযোগ দায়ের করেছেন। বুধবার জানা যায়, ওই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছে বউবাজার থানার পুলিশ। এই প্রশ্নে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আইন আইনের পথে চলবে।

-----

এবিপি আনন্দের স্টুডিওয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ খুললেন বিভিন্ন প্রসঙ্গ নিয়ে। একনজরে দেখে নেব:

# বাংলা হোক বিশ্বসেরা। বাংলাই পথ দেখাবে। আমেরিকাতেও আইটি ইন্ডাস্ট্রি নিয়ে প্রবলেম হয়েছে। তারা যদি ফিরে আসে, আমরা সাহায্য করব:মুখ্যমন্ত্রী

ভাঙড়

# কৃষিজমি ইস্যু নয়। ৩-৪টে সংস্থা আছে। টাওয়ার গেলে সমস্যা। বহুতল করতে পারবে না। সেই প্রোমোটাররা টাকা দিয়ে করিয়েছে। লোকে চাইলে হবে, না হলে হবে না। তারা টাকা খাইয়ে করেছে, তারাও প্রোমোটিং করতে পারবে না।

এরা নাকি অতিবামপন্থী। ভুল বোঝাচ্ছে। মিথ্যে কথা, অবৈজ্ঞানিক কথা। এগুলো দেখিয়ে ভেনিজুয়েলা থেকে টাকা আনা হচ্ছে। আলো না গেলে আপনাদের সন্তানরাই পড়াশোনা করতে পারবে না। রাস্তা অসুরক্ষিত থাকবে।

যারা সভ্যতার ধ্বংস চায়, তারাই এসব করে। কেউ কেউ বোমা-বন্দুক ঢুকিয়েছে। এদের মুখোশ খুলে যাওয়া দরকার। এটা ঠিক নয় যে, এটা করতে দেব না। মানুষ বুঝতে পারবে। তাই বিবেচনা করতে, ভেবে দেখতে অনুরোধ করব।

তৃণমূল

# আমার দলেও আমাকে সরানোর চেষ্টা হয়েছে। দল ভাঙার চেষ্টা হয়েছে। ৯৯.৯% ভাল। কাউকে কাউকে মুখ্যমন্ত্রী হওয়ার টোপ দেওয়া হয়েছিল। তারা রাজি হয়নি।

সারা দেশে তৃণমূলের প্রভাব বিস্তার সম্পর্কে মুখ্যমন্ত্রীর মতামত

# ওড়িশায় পার্টি অফিস করেছি। ঝাড়খণ্ড ও ত্রিপুরায় কাজ করছি। উত্তরপ্রদেশে কত চেনাশোনা আছে। হয়ে যাবে সব, চিন্তা করবেন না। দিল্লি বদলালে, উত্তর-পূর্বেও রং বদল হতে পারে। উত্তরপ্রদেশে সম্পূর্ণ পরিবর্তন হতে পারে। ওড়িশায় কংগ্রেস দুর্বল। নবীন একা।

প্রধানমন্ত্রী মোদী সম্পর্কে ব্যক্তিগতভাবে কোনও কথা বলব না

উত্তরসূরী কে?

# " অভিষেক নতুন এসেছে, 'ও স্মল ওয়ার্কার'। নবীন ও প্রবীণে কম্বিনেশন আছে। জয়ললিতার মৃত্যুর পর ওর দলে কী হয়েছে, দেখেছি। আমাদের টিম তৈরি। সব করা আছে। আমি মরে গেলে পার্টি শেষ নয়।"

মণিপুর

# মণিপুরে আস্থা ভোটে বিজেপির পাশে তৃণমূল বিধায়ক।দলের অনুমতি ছাড়াই সমর্থন। বললেন মমতা। ত্রিপুরায় নেতাদের একাংশের সঙ্গে বিজেপির ঘনিষ্ঠতার অভিযোগ।

বিমানে মেরে ফেলার চক্রান্ত হয়েছিল

# বিমানে মেরে ফেলার চক্রান্ত হয়েছিল। ষড়যন্ত্র চলছে। ইন্দিরা-রাজীব খুন হয়ে গিয়েছেন। জেনুইন কেসে সাপোর্ট করি। জিএসটিতে দিয়েছি। মানুষের ভাল হলে সাপোর্ট করি। সিবিআই-জেলে পাঠানোর ভয় পাই না।

কেন্দ্র-রাজ্য সম্পর্ক

# আমরা কেন্দ্রের সঙ্গে সহযোগিতা করেছি। আমরা কি পেয়েছি? সরাসরি অফিসারদের সঙ্গে কথা বলা হচ্ছে? যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরুদ্ধে গিয়ে। সিআরপিএফ পাঠিয়ে দিচ্ছে। ডিএমদের চিঠি দিয়ে বলছে, ভিডিও কনফারেন্স হবে।

সারদার তদন্ত এখনও শেষ হল না কেন?

# এখনও সারদার তদন্ত শেষ হল না কেন? সুদীপকে আজও আটকে রেখে দিয়েছে। বলছে, কেন নোট বাতিল নিয়ে বলেছ। চক্রান্তকারীরা হেরে যাবে। কিন্তু আমরা জিতব। কেউ টাকা তোলেনি। সাংবাকিরা এসেছে, প্যাকেট বের করে দিচ্ছে। ফলস টাকাও হতে পারে। আজ নয় কাল, সত্য সামনে আসবে। রাজনৈতিক উদ্দেশ্যে হেনস্থা করা হচ্ছে।

কেডি-কে সাংসদ করা সবচেয়ে বড় ভুল,  দলীয় সাংসদ প্রসঙ্গে বিস্ফোরক মমতা,  বিজেপির সঙ্গে পরোক্ষে আঁতাঁতের ইঙ্গিত

দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর মতামত

# হিমাচলে আমি কেন প্রার্থী দেব, ওখানে কংগ্রেস শক্তিশালী। ভোট ভাগাভাগি করা উচিত নয়। অখিলেখ-মায়াবতী এক হলে, আসন বেশি পেত। একসঙ্গে দাঁড়ালে ভোট বাড়ত। সিপিএম-কংগ্রেস নিয়ে ভেবে লাভ নেই।

# বিহারের লালুর জন্যই নীতীশ কুমার মুখ্যমন্ত্রী। লালুকে আমি সমর্থন করি। মহারাষ্ট্রে বিজেপি পুরো পাবে না। শিবসেনা ভাল ফল করেছে। নোট বাতিলের পর থেকে শিবসেনার সঙ্গে রাজনৈতিক সম্পর্ক। আপ-এর সঙ্গেও সম্পর্ক ভাল। রাজস্থানে কংগ্রেস ব্যাকআপ দিতে পারে।

# মধ্যপ্রদেশে শিবরাজকে সরানো হতে পারে।

রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে মমতার মত

# প্রণব, আডবাণী,. সুষমা, সুমিত্রা মহাজন হতে পারে। এঁদের মধ্যে কেউ হলে খুশি হব।না দেখে বলা ঠিক হবে না। সময় এলে বলব।

উত্তরপ্রদেশে বিজেপির বিশাল জয় প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর মন্তব্য

# এত আহ্লাদিত, উত্সাহিত হওয়ার কারণ নেই। আসলে ওরা অনেক ভোটে হেরেছে। উত্তরপ্রদেশে বিশাল জয় নয়, ওটা একতরফা জয়। বিরোধীরা লড়াই করতে পারেনি। ১৮৩ কোটি টাকা সিজ করেছে কমিশন। সব নতুন নোটে। টাকা এল কোথা থেকে? ২০১২ সালে ৫১ কোটি। বিরোধীদের উচিত ছিল কমপ্লেন করা। অঙ্কটা কিন্তু আমি মেলাতে পারছি না। নোট বাতিলের নেতিবাচক প্রভাব আছে। আগামী দিন অন্য কথা বলছে। মায়াবতী ইভিএম নিয়ে বলেছে। এখনও ওরা কোর্টে যেতে পারে। মনে করলে, চ্যালেঞ্জ করতে পারে। আমি এত কাজ করেও ২১১ পেয়েছি, ওরা কীকরে ৩২৫ পেল?

শিক্ষা

# ৩-৪টে কলেজ নিলে প্রবলেম। প্রতিবছর ভোটের নামে শক্তি অপচর নয়। শিক্ষামন্ত্রীকে ভেবে দেখতে বলব, গভর্নিং বডি যদি একটা বোর্ড গড়ে দেয়, সেন্ট জেভিয়ার্সের মতো। সেন্ট জেভিয়ার্সে আইডিয়াটা গুড।

পথ দুর্ঘটনা--

# দূর্গাপুর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা বেড়ে চলা প্রসঙ্গে: কালীকাপ্রসাদের গাড়ির চাকা স্কিড করেছিল। ওখানে বোধহয় কিছু প্রবলেম আছে। কেউ কেউ বোধহয় বড্ড অধৈর্য হয়ে যায়। পুলিশকে মেরে দিয়ে চলে যাচ্ছে। নাগরিকদেরও সচেতন হতে হবে। বাইক রেসিং নয়।মোটর ভেহিকলস অ্যাক্ট সেন্ট্রাল অ্যাক্ট। তাও পুলিশকে বলেছি ব্যবস্থা নিতে। স্পিড লিমিট না পারলে ধরবে। প্ল্যানিং সমস্ত করা আছে। বাইরের গাড়ি আসে, ট্যাঙ্কার আসে। এটাকে রুখতেই হবে।

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: মেয়ের খুনের নতুন করে তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ আর জি করে নিহত চিকিৎসকের মা-বাবা
মেয়ের খুনের নতুন করে তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ আর জি করে নিহত চিকিৎসকের মা-বাবা
RG Kar Case Timeline : চার মাস পেরিয়েও বিচার অধরা, ফিরে দেখা আরজি কর আন্দোলন ও মামলার টাইমলাইন
চার মাস পেরিয়েও বিচার অধরা, CBI তদন্তে হতাশ মা-বাবা আবার হাইকোর্টে, ফিরে দেখা আরজি কর আন্দোলন ও মামলার টাইমলাইন
Cancer Vaccine : ক্যানসারের ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কারা পেতে পারেন? উপকৃত হবে ভারত? কী বলছেন চিকিৎসকরা?
ক্যানসারের ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কারা পেতে পারেন? উপকৃত হবে ভারত? কী বলছেন চিকিৎসকরা?
Jaipur Petrol Pump Mishap: পেট্রোল পাম্পের কাছে CNG ট্যাঙ্কার; একাধিক গাড়ির সংঘর্ষে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড; একাধিক প্রাণহানি; জখম অনেকে
পেট্রোল পাম্পের কাছে CNG ট্যাঙ্কার; একাধিক গাড়ির সংঘর্ষে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড; একাধিক প্রাণহানি; জখম অনেকে
Advertisement
ABP Premium

ভিডিও

SSC Job Seekers: অবৈধ চাকরি বাঁচাতে অতিরিক্ত শূন্য পদ তৈরি ? প্রশ্ন সুপ্রিম কোর্টের।Kolkata News: খাস কলকাতায় তৃণমূল নেতার বিরুদ্ধে তোলা চাওয়ার অভিযোগ। ABP Ananda LiveJaipur Incident: রাজস্থানের জয়পুরে ভয়ঙ্কর দুর্ঘটনা।একাধিক গাড়ির সংঘর্ষে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড,জখম অনেকেBangladesh News: পাকিস্তানের আরও কাছাকাছি এল ঢাকা বিশ্ববিদ্যালয়

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live Updates: মেয়ের খুনের নতুন করে তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ আর জি করে নিহত চিকিৎসকের মা-বাবা
মেয়ের খুনের নতুন করে তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ আর জি করে নিহত চিকিৎসকের মা-বাবা
RG Kar Case Timeline : চার মাস পেরিয়েও বিচার অধরা, ফিরে দেখা আরজি কর আন্দোলন ও মামলার টাইমলাইন
চার মাস পেরিয়েও বিচার অধরা, CBI তদন্তে হতাশ মা-বাবা আবার হাইকোর্টে, ফিরে দেখা আরজি কর আন্দোলন ও মামলার টাইমলাইন
Cancer Vaccine : ক্যানসারের ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কারা পেতে পারেন? উপকৃত হবে ভারত? কী বলছেন চিকিৎসকরা?
ক্যানসারের ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কারা পেতে পারেন? উপকৃত হবে ভারত? কী বলছেন চিকিৎসকরা?
Jaipur Petrol Pump Mishap: পেট্রোল পাম্পের কাছে CNG ট্যাঙ্কার; একাধিক গাড়ির সংঘর্ষে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড; একাধিক প্রাণহানি; জখম অনেকে
পেট্রোল পাম্পের কাছে CNG ট্যাঙ্কার; একাধিক গাড়ির সংঘর্ষে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড; একাধিক প্রাণহানি; জখম অনেকে
Indian Cricket Team: এখনও নিজেদের হাতেই ভাগ্য, কীভাবে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে পারে ভারত?
এখনও নিজেদের হাতেই ভাগ্য, কীভাবে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে পারে ভারত?
Dev on Khadaan: রাত ২টোর শো হাউজফুল! 'নতুন যুগের শুরু' বলছেন উচ্ছ্বসিত দেব
রাত ২টোর শো হাউজফুল! 'নতুন যুগের শুরু' বলছেন উচ্ছ্বসিত দেব
SSC Hearing: কারা বৈধ, কারা অবৈধ? উত্তর আজও অধরা, কী বলছেন SSC চাকরিপ্রার্থীরা?
কারা বৈধ, কারা অবৈধ? উত্তর আজও অধরা, কী বলছেন SSC চাকরিপ্রার্থীরা?
LIC News: মেয়াদ পেরিয়ে গেলেও LIC-র টাকা দাবি করেননি ? এই টাকা ফেরত পাবেন ? কী বলছে নিয়ম
মেয়াদ পেরিয়ে গেলেও LIC-র টাকা দাবি করেননি ? এই টাকা ফেরত পাবেন ? কী বলছে নিয়ম
Embed widget