এক্সপ্লোর
Advertisement
রবীন্দ্রভারতীতে বসন্তোত্সবে তরুণীদের পিঠে ‘অশ্লীল’ শব্দ, তীব্র বিতর্ক, চাপের মুখে ভুলস্বীকার অভিযুক্ত পাঁচ ছাত্র-ছাত্রীর
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বিটি রোড ক্যাম্পাসে বসন্তোত্সব পালনকে কেন্দ্র করে বিতর্ক।
কলকাতা:পরনে হলুদ শাড়ি। পিছন ফিরে দাঁড়িয়ে চার তরুণী। পিঠে আবির দিয়ে অশ্লীল শব্দে বিকৃত করে লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের গান।অশ্লীল শব্দ লেখা তিন তরুণের বুকেও।বিতর্ক রবীন্দ্রভারতীর বসন্ত উত্সব ঘিরে। প্রতি বছরই দোলের আগে বসন্ত উৎসব পালিত হয় রবীন্দ্রভারতীতে।বৃহস্পতিবার এবার উৎসবের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ছাড়াও তাতে যোগ দেন বহিরাগতরা। রাতের দিকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ছবিগুলি।
ছবিগুলি ভাইরাল হতেই শুরু হয় সমালোচনার ঝড়। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা নিন্দায় সরব হন। তাঁদের মধ্যে কেউ কেউ জানিয়েছেন, এই ঘটনা একেবারেই ঠিক নয়। তাঁরা হতবাক।
শুক্রবারই সিঁথি থানায় অভিযোগ দায়ের করে রবীন্দ্রভারতী কর্তৃপক্ষ। উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী বলেন, এ ব্যাপারে পুলিশকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
ঘটনার নিন্দায় সরব বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলি।
চাপেরে মুখে পড়ে শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ে আসেন অভিযুক্ত পাঁচ ছাত্র-ছাত্রী। তাঁরা শ্রীরামপুর ও চন্দননগরের বাসিন্দা। বিশ্ববিদ্যালয়ে আসার পর তাঁদের নিরাপত্তারক্ষীদের ঘরে বসিয়ে রাখা হয়। সেখানে আসেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, ছাত্র সংগঠনের সদস্যরা। তাঁদের সামনেই দোষ কবুল করে ভুল স্বীকার করেন ওই পাঁচ ছাত্র-ছাত্রী।
অভিযুক্তদের একাংশ ক্ষমা চাইলেও অনেকেই বলছেন, এই ঘটনায় রবীন্দ্র ভাবাদর্শে যে কালি লাগল, তা কি কখনও মুছবে?
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement