এক্সপ্লোর
কোম্পানির তথ্য চুরি করে মার্কিন নাগরিকদের ডলার হাতিয়ে গ্রেফতার প্রতারক

কলকাতা: নিজের সংস্থার তথ্যভাণ্ডার থেকে মার্কিন সংস্থার তথ্য চুরি করে প্রতারণার অভিযোগ! বিধাননগর গোয়েন্দা পুলিশের জালে প্রতারক। ধৃতের নাম অখিলেশ সাউ। বিধাননগর গোয়েন্দা পুলিশ সূত্রে খবর, সল্টলেকের একটি বেসরকারি সংস্থায় কাজ করেন অখিলেশ। সংস্থাটি আমেরিকার একটি সংস্থাকে প্রযুক্তিগত পরিষেবা দেয়। আমেরিকার সংস্থার গ্রাহকরাও নানা প্রয়োজনে সল্টলেকের সংস্থাটির সঙ্গে যোগাযোগ করতেন। গোয়েন্দাদের দাবি, অখিলেশ সংস্থার গোপন তথ্য ভাণ্ডার থেকে আমেরিকার সংস্থাটির গ্রাহকদের তথ্য চুরি করেন। এরপর ফোন বা ই-মেলের মাধ্যমে ওই গ্রাহকদের সঙ্গে কথা বলে তাঁদের ক্রেডিট কার্ড সংক্রান্ত তথ্য জোগাড় করেন। সেই তথ্য ব্যবহার করে ২০ থেকে ৩০ হাজার ডলার হাতিয়ে নিয়েছেন অখিলেশ। ঘটনার কথা জানতে পেরে, গত মার্চে বিধাননগরের সাইবার থানায় অভিযোগ দায়ের করেন সংস্থার কর্ণধার সন্তোষ শরাফ। সেই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাসবিহারী থেকে অখিলেশকে গ্রেফতার করে বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা পুলিশ। বিধাননগর মহকুমা আদালতে তোলা হলে, অখিলেশ সাউকে তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। তাঁর বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৪১৯, ৪২০ ও ৩৪ নম্বর ধারা ছাড়াও তথ্য প্রযুক্তি আইনের ৭২এ ধারায় মামলা রুজু হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















