এক্সপ্লোর
Advertisement
বঙ্গোপসাগরে আরও শক্তিশালী নিম্নচাপ, বৃহস্পতি-শুক্রবার রাজ্যে বৃষ্টির পূর্বাভাস
কলকাতা: আলোর উৎসবের আকাশে ঘূর্ণিঝড়ের ঘনঘটা! দীপাবলি ভাসতে পারে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাডুতে। বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ রাজ্যের উপকূলবর্তী জেলাতেও।
দিল্লির মৌসম ভবন জানিয়েছে, ঘূর্ণিঝড় কিয়ন্ত অবস্থান করছে কলকাতা থেকে কয়েকশো কিলোমিটার দূরে ওড়িশার গোপালপুরের কাছাকাছি। ক্রমশ তা এগোচ্ছে দক্ষিণ-পশ্চিম দিকে। বৃহস্পতিবার তা আছড়ে পড়তে পারে ওড়িশা ও অন্ধ্র উপকূলে। তবে আবহবিদরা মনে করছেন, স্থলভাগে ঢুকে ততটা তাণ্ডব চালাতে পারবে না কিয়ন্ত। ক্ষয়ক্ষতি হতে পারে উপকূল এলাকাতেই।
এবারের ঝড়ের নাম দিয়েছে মায়ানমার। তারা নাম দিয়েছে ‘কিয়ান্ত’। সে দেশের মোন উপজাতির ভাষায় এর অর্থ ‘কুমির’। ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছে এরাজ্যেও। এদিন সকাল থেকেই আকাশ মেঘলা ছিল কলকাতা ও উপকূলবর্তী জেলায়। আলিপুর আবহাওয়া দফতর থেকে পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতি ও শুক্রবার মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ উপকূলবর্তী জেলাগুলিতে। পরিস্থিতি স্বাভাবিক হতে পারে শনিবার থেকে।
ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আশঙ্কায় ওড়িশা ও অন্ধ্রের উপকূলবর্তী এলাকায় জারি করা হয়েছে সতর্কতা। দুই রাজ্যের উপকূলবর্তী অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement