এক্সপ্লোর
নয়া ৭ ইঞ্চির ট্যাবলেট নিয়ে এল ডেটাউইন্ড, দাম ৫,৯৯৯ টাকা

কলকাতা: নয়া ট্যাবলেট পিসি i3G7 নিয়ে এল ডেটাউইন্ড। দাম মাত্র ৫,৯৯৯ টাকা। কোম্পানির সিইও এবং প্রেসিডেন্ট সুনীত সিং তুলি জানিয়েছেন, নতুন এই ট্যাবলেট পিসি-তে রযেছে দুরন্ত প্রযুক্তি ও স্টাইলের অসাধারণ মেলবন্ধন। ট্যাবলেট পিসি i3G7 ইন্টেলের ৬৪-বিট কোয়াডকোর X3 প্রোসেসর চালিত এবং ভয়েস কলিং ফিচার সাপোর্ট করে। ডেটাউইন্ডের দাবি, এই ট্যাবলেট পিসি-র ইন্টারনেট ডেলিভারি প্ল্যাটফর্ম ব্যান্ডউইথ কনজাম্পসন ৯৭ শতাংশ হ্রাস করবে। ট্যাবলেট পিসি i3G7-তে রয়েছে ৮ জিবি ইন্টারন্যাল স্টোরেজ, যা মাইক্রেো এসডি কার্ডের মাধ্যমে ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যায়। অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপে চলবে এই ট্যাবলেট। ওয়াই-ফাই, ব্লুটুথ, মাইক্রো-ইউএসবি কানেক্টিভিটিও সাপোর্ট করে এই ট্যাবলেট। এই ট্যাবলেট সিম স্লটের সাহায্যে ৩জি সাপোর্ট করবে। সাত ইঞ্চির এই ট্যাবলেটে টকটাইম ৪ ঘন্টা পর্যন্ত, স্ট্যান্ডবাই পাঁচ দিন।এতে রয়েছে এইচডি প্লেব্যাক ফিচারও। gadgets360.com –এ এই ট্যাবলেট পাওয়া যাবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের






















