এক্সপ্লোর
Advertisement
বিয়েতে নারাজ, তরুণীর গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগানোর অভিযোগে গ্রেফতার ৩
নয়াদিল্লি: বিয়ের প্রস্তাবে রাজি হননি, তরুণীর গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগানোর অভিযোগে গ্রেফতার তিন। ঘটনাটি ঘটেছে উত্তর-পশ্চিম দিল্লির ভালসওয়া এলাকায়। গ্রেফতার হওয়া তিন ব্যক্তির মধ্যে একজন ওই মহিলাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল।
অভিষেক, তার কাকা বিজয় এবং তাদের এক বন্ধুকে এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তরুণীকে দীর্ঘদিন ধরে অভিষেক, তার বন্ধু এবং কাকা হেনস্থা করছিল। মেয়েটি উত্তর-পশ্চিম দিল্লির মুকুন্দপুর এলাকার বাসিন্দা। বেশ কয়েকদিন ধরে তাঁকে বিয়ের প্রস্তাব দেওয়া হচ্ছিল। কিন্তু সেই প্রস্তাবে রাজি না হওয়ায় গতকাল মেয়েটির গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় এখন তরুণীকে সফদরজঙ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রথমে তরুণীটি অভিষেক ও তার বন্ধুকে এড়িয়ে চলত। পরে পরিস্থিতি জটিল দেখে, নিজের পরিবারের লোককে একথা জানান তরুণী। এরপর তরুণীর ভাই অভিষেক ও তার বন্ধুকে আক্রমণ করে। অভিষেকের সঙ্গে ঝামেলায় তরুণীর ভাইও গুরুতরভাবে জখম হয়েছেন বলে জানা গিয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement