নোট বাতিল বড় কেলেঙ্কারি, কেন্দ্রকে ফের নিশানা মমতার
কলকাতা: নোট-ইস্যুতে ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় মোদী সরকার। কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্তকে বড় ভুল উল্লেখ করে শুক্রবার মুখ্যমন্ত্রী আবারও একবার জানান, এই কেলেঙ্কারি একদিন প্রমাণিত হবেই। তিনি জানিয়ে দেন, এর বিরুদ্ধে তাঁর লড়াই চলবে।
এই প্রথম নয়। কেন্দ্রের পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্তের প্রথম থেকেই ঘোর বিরোধিতা করে আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এর জন্য তিনি কখনও দিল্লি যাত্রা করেছেন, তো কখনও কলকাতায় বিরোধিতায় নেমেছেন তো আবার কখনও সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে মোদী সরকারের সমালোচনায় সামিল হয়েছেন।
বৃহস্পতিবার তাঁর সঙ্গে নবান্নে দেখা করেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত পটেল। সেখানেও নোট ইস্যু উত্থাপন করেন তিনি। বলেন, প্রধানমন্ত্রী ঘোষণা করছেনে, কিন্তু টেকনিক্যালি ওনার করা উচিত নয়। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ঐতিহ্যশালী সংস্থা। একে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হবে না। নোট-পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, সেই প্রশ্নের উত্তরও চান মমতা।
ট্যুইটারেও তিনি লেখেন, ডিমনিটাইজেশন সাধারণ মানুষের জন্য বিরাট বড় ধাক্কা। শ্রমিকদের জন্য সমস্যা আরও গুরুতর। কোটি কোটি মানুষ এই দিশাহীন সিদ্ধান্তের শিকার। আরও লেখেন, মোদীবাবু জানেন, নোট বাতিল বেলাইন হয়ে গিয়েছে। উনি শুধু ভাষণই দিতে পারেন। ওঁর কাছে কোনও সমাধান নেই।
এবার ফের আক্রমণ।