রাজ্যে দাপট বাড়ছে ডেঙ্গির, ব্যবস্থা নিচ্ছে না রাজ্য, কেন্দ্রকে চিঠিতে অভিযোগ দিলীপের

কলকাতা: ডেঙ্গি-চিকুনগুনিয়া পরিস্থিতি নিয়ে কেন্দ্রকে চিঠি দিলীপ ঘোষের। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নড্ডাকে চিঠি পাঠালেন দিলীপ ঘোষ। ‘রাজ্যে ডেঙ্গিতে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়ছে। ডেঙ্গিতে মৃত প্রায় ১০০ জন। ব্যবস্থা নিচ্ছে না রাজ্য।’ কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধেও অভিযোগ দিলীপের। শুক্রবারই, ডেঙ্গি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিয়েছিলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া মুকুল রায়। তিনি বলেছিলেন, বাংলায় ডেঙ্গিতে মারা যাচ্ছে, নাচা গানার জন্য মমতা প্রস্তুতি নিচ্ছেন। প্রসঙ্গত, এদিনই কলকাতা ও সল্টলেকে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যুর খবর মিলেছে। ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতালে হুগলির জাঙ্গিপাড়ার বাসিন্দা ওই গৃহবধূর মৃত্যু হয় ডেঙ্গিতে। অন্যদিকে, সল্টলেকে একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে ডেঙ্গি আক্রান্ত এক গৃহবধূর। এসবের মধ্যেই এদিন কেন্দ্রকে চিঠি পাঠালেন বিজেপির রাজ্য সভাপতি।






















