এক্সপ্লোর
ই এম বাইপাসে বাংলাদেশ থেকে বেআইনিভাবে আনা দু কোটি টাকার সোনা আটক
কলকাতা: কলকাতার ধাপায় প্রগতি ময়দান দমকল দফতরের কাছে ই এম বাইপাস ও বাসন্তী এক্সপ্রেসওয়ের মোড় থেকে আটক করা হল বাংলাদেশ থেকে বেআইনিভাবে আনা ২.০৪ কোটি টাকা মূল্যের সোনা। মোট ৭.৪ কেজি সোনা আটক করা হয়েছে।
ডিরেক্টরেট অফ রেভেনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই) সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে তৈরি ছিলেন আধিকারিকরা। একটি গাড়ি থেকে ৫০টি সোনার বাঁট পাওয়া যায়। তিনজনকে আটক করা হয়েছে। তারা জানিয়েছে, বাংলাদেশ থেকে এই সোনা আনা হয়। ধৃতরা প্রত্যেকেই উত্তর ২৪ পরগনার বসিরহাটের বাসিন্দা। তাদের আদালতে পেশ করা হলে বিচারপতি ২১ তারিখ পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছেন।
১ এপ্রিল থেকে এখনও পর্যন্ত চলতি অর্থবর্ষে পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি থেকে ১৫০ কেজিরও বেশ সোনা আটক করা হয়েছে। ৪৪ কোটি টাকা মূল্যের এই সেনা বাংলাদেশ, মায়ানমার এবং ভুটান থেকে আনা হয়েছিল বলে জানা গিয়েছে। সীমান্তে সোনা চোরাচালানের উপর নজর রাখছে ডিআরআই।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement