এক্সপ্লোর
আজ মহাসপ্তমী, চলছে দেবীর নবপত্রিকাস্নান ও প্রাণ প্রতিষ্ঠা

আজ মহাসপ্তমী৷ শাস্ত্রমতে পুজো শুরু৷ সপরিবারের মা দুর্গার পিতৃগৃহে প্রবেশের দিন৷ দেবীর নবপত্রিকাস্নান ও প্রাণ প্রতিষ্ঠা দিনের মুখ্য আচার৷ নটি ওষধি বৃক্ষকে ও নয় দেবীজ্ঞানে চলে এই স্নানপর্ব। নবপত্রিকার পরই দেবীর মহাস্নান। তারপর ঘটে দেবীর প্রাণপ্রতিষ্ঠা করে শুরু মহাপুজো। ষষ্ঠী যদি পুজোর প্রিমিয়ার হয়৷ তাহলে সপ্তমী পুজোর শুরু৷ সকাল থেকেই ভিড় জমতে শুরু করেছে বিভিন্ন মণ্ডপে৷ আট থেকে আশি, আনন্দে সামিল সবাই। চারদিকে ঢাকের বাদ্যি আর শিউলির গন্ধ৷ প্রিয় মানুষ, চোরা চাউনি, টুকরো কথা৷
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















