দুর্গা প্রতিমার বিদেশ পাড়ি, ৫০ দিন সাগর সফর করে কলকাতা থেকে ত্রিনিদাদ
ওয়েস্ট ইন্ডিজের ত্রিনিদাদে রওনা হল ফাইভারে তৈরি দেবী প্রতিমা।
কলকাতা: করোনাকালেই কলকাতায় শুরু হয়ে গিয়েছে দুর্গাপুজোর প্রস্তুতি। একাধিক পুজো উদ্যোক্তা ইতিমধ্যেই খুঁটিপুজো সেরে ফেলেছে। ভাবনা সাজাতে শুরু করেছেন থিম মেকাররাও। অতিমারীর মধ্যে ড্রাইভ-ইন ভাবনা নিয়ে পুজো পরিক্রমা পরিকল্পনা করছেন ক্লাব কর্তারা। কাজ শুরু হয়েছে কুমোর পাড়ায়ও। এরই মধ্যে ওয়েস্ট ইন্ডিজের ত্রিনিদাদে রওনা হল ফাইভারে তৈরি দেবী প্রতিমা।
বৃহস্পতিবার ত্রিনিদাদের উদ্দেশে বাক্সবন্দি করে পাঠানো হল ফাইবারের প্রতিমা। কলকাতা থেকে সাত সমুদ্র আর তেরো নদী পার করে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পৌঁছতে সময় লাগবে ৪০ থেকে ৫০ দিন। ১১ হাজার ৫৮৪ নটিক্যাল মাইল পেরিয়ে পোর্ট অব স্পেনে (জলবন্দর) প্রতিমা পৌঁছনর পর তা নিয়ে যাওয়া হবে ত্রিনিদাদে। সেখানে হিন্দু পরিষদের এবারের দুর্গা পুজোয় পূজিত হবে কুমোরটুলির মৃৎশিল্পী মিন্টু পালের তৈরি ফাইবার এই প্রতিমা। কলকাতা থেকে ত্রিনিদাদে প্রতিমা পাঠানোর প্রধান উদ্যোক্তা পার্থ মজুমদার।
শিল্পী মিন্টু পাল এবিপি আনন্দকে জানিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজের ত্রিনিদাদ ছাড়াও অস্ট্রিয়া এবং ফ্রান্সে যাবে তাঁর তৈরি প্রতিমা। চলতি সপ্তাহের মধ্যেই অস্ট্রিয়ায় একটি ও ফ্রান্সে দুটি ফাইবার প্রতিমা যাওয়ার কথা রয়েছে। এই তিনটি প্রতিমাই সাজানো হচ্ছে বলে জানিয়েছেন বড় দুর্গার শিল্পী মিন্টু পাল।