এক্সপ্লোর
বন্ধ এভারেস্ট অভিযান, পরেশ, সুভাষের দেহ আনা নিয়ে অনিশ্চয়তা
![বন্ধ এভারেস্ট অভিযান, পরেশ, সুভাষের দেহ আনা নিয়ে অনিশ্চয়তা Everest Expeditions Stop But Paresh Nath And Subhash Pauls Body Can Not Bring বন্ধ এভারেস্ট অভিযান, পরেশ, সুভাষের দেহ আনা নিয়ে অনিশ্চয়তা](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/05/28195740/etx-7pm-everest-missing-pkg-270x202.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কাঠমাণ্ডু: প্রবল তুষারপাত। সঙ্গে ঝোড়া বাতাস। আজ থেকে বন্ধ হচ্ছে এভারেস্ট অভিযান। এখনও এভারেস্টের কোলেই রয়েছে পরেশ নাথ ও সুভাষ পালের দেহ। কোনও খোঁজ নেই আরেক পর্বতারোহী, ব্যারাকপুরের বাসিন্দা গৌতম ঘোষের।
যত সময় যাচ্ছে। ততই ক্ষীণ হচ্ছে পর্বতারোহী পরেশ নাথ ও সুভাষ পালের দেহ নামিয়ে আনার সম্ভাবনা। এখনও নিখোঁজ আরও এক পর্বতারোহী গৌতম ঘোষ।
প্রায় এক সপ্তাহ নিখোঁজ থাকার পর শুক্রবার এভারেস্টে ক্যাম্প ফোরের কাছে পরেশ নাথের প্রাণহীন নিথর দেহ উদ্ধার করেন শেরপারা৷ কিন্তু, বাদ সাধল প্রকৃতি৷ প্রবল তুষারপাত ও ঝোড়ো বাতাসের কারণে দেহ নামিয়ে আনা সম্ভব হয়নি৷ সেখানেই বেঁধে রেখে আসতে হয়৷
ফের নতুন করে তুষারপাত শুরু হয়েছে এভারেস্টে। সঙ্গে ঝোড়ো বাতাস। এই পরিস্থিতিতে শনিবার থেকে এভারেস্ট অভিযান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে নেপাল সরকার।
সূত্রের খবর, পরেশ নাথের দেহ নামিয়ে আনার জন্য অভিযান চালিয়ে যেতে পশ্চিমবঙ্গ সরকার অনুরোধ করলেও, নেপাল সরকার অভিযানের সময়সীমা বাড়ানোর সম্ভাবনা খারিজ করে দিয়েছে। ফলে এ বছর পরেশ নাথের দেহ নামিয়ে আনা কার্যত অসম্ভব বলেই মনে করা হচ্ছে।
এদিকে, এভারেস্টজয়ী সুভাষ পালের দেহ নামানো যাবে কিনা, তা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চিয়তা। শুক্রবার গভীর রাতে এভারেস্টের জেনিফার পিক থেকে ক্যাম্প টু-তে সুভাষের দেহ নামিয়ে আনেন শেরপারা। কিন্তু, বাধ সেধেছে আবহাওয়া। খারাপ আবহাওয়ার কারণে শনিবার ক্যাম্প টু থেকে হেলিকপ্টার লুকলায় ফিরে আসতে বাধ্য হয়। তাই এখনও ক্যাম্প টু-তেই রয়ে গিয়েছে বাঁকুড়ার সুভাষ পালের দেহ।
আর দেহ নামানো নিয়ে একদিকে যখন এই অনিশ্চয়তা তখন, আরেক নিখোঁজ পর্বতারোহী ব্যারাকপুরের বাসিন্দা গৌতম ঘোষের এখনও কোনও খবর নেই।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)