এক্সপ্লোর
আইপিএস পরিচয় দিয়ে প্রতারণা, কসবা পুলিশের জালে ভুয়ো অফিসার

কলকাতা: আইপিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ। কসবা থানার পুলিশের জালে ভুয়ো আইপিএস অফিসার। গতকাল রাতে বাগুইআটি এলাকা থেকে গ্রেফতার করা হয় এস কে রাজবংশীকে। তার বিরুদ্ধে আইপিএস পরিচয় দিয়ে একাধিক প্রতারণার অভিযোগ রয়েছে। এবছর ১১ ফেব্রুয়ারি বিজন সেতুতে গাড়ির ধাক্কায় এক ফুটপাথবাসীর মৃত্যু হয়। ধাওয়া করে ঘাতক গাড়িটিকে ধরে ফেলেন রাজবংশী। গাড়িটি ছিল তৃণমূল ছাত্র পরিষদের অন্যতম সাধারণ সম্পাদক কণিষ্ক মজুমদারের। তাঁকে গ্রেফতারও করে পুলিশ। সেসময় রাজবংশী নিজেকে বোকারোর অতিরিক্ত পুলিশ সুপার বলে পরিচয় দেয়। দুর্ঘটনার তদন্তে নেমে রাজবংশীর ভুয়ো পরিচয়ের কথা জানতে পারে পুলিশ। গতকাল তাঁকে গ্রেফতার করা হয়। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু ভুয়ো পরিচয়পত্র।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















