এক্সপ্লোর
বন্ধ জেসপে ফের আগুন, অন্তর্ঘাতের আশঙ্কা
কলকাতা: কয়েকদিনের ব্যবধানে ফের দমদমের বন্ধ জেসপ কারখানায় অগ্নিকাণ্ড। সোমবার সন্ধে ৬টা নাগাদ কারখানার ২৮ নম্বর গেটের ভিতরের অংশে আগুন লাগে। ঘটনাস্থলে যায় ১৫টি ইঞ্জিন। প্রায় ৯ ঘণ্টা পরে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে যান দমকল মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় ও তথ্য-প্রযুক্তি মন্ত্রী ব্রাত্য বসু। কারখানা বন্ধ থাকায় হতাহতের কোনও খবর নেই।
এর আগে ১০ অক্টোবর মিনিট পনেরোর ব্যবধানে জেসপ কারখানার তিন জায়গায় আগুন লেগে যায়। সেবার দমকলের চারটি ইঞ্জিনের প্রায় সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বন্ধ কারখানায় বারবার আগুন লাগায় অন্তর্ঘাতের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
দমকল মন্ত্রীও অন্তর্ঘাতের অভিযোগ করেছেন। তিনি বলেছেন, ‘বন্ধ কারখানার পাঁচটি জায়গায় একই সময়ে আগুনের ফুলকি দেখা গিয়েছে। আমি মনে করি পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে। কারখানা কর্তৃপক্ষ হাইকোর্টের নির্দেশ মানেনি। এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছি।’ কারখানার মালিকদের বিরুদ্ধে এফআইআর করে অপরাধমূলক ধারায় মামলা শুরু করার কথা জানিয়েছেন দমকল মন্ত্রী।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
শিক্ষা
Advertisement