এক্সপ্লোর
Advertisement
করোনাকালে নিউনর্মালে পুজোয় অনলাইনেই মিলবে ভোগ থেকে ভুরিভোজ
নিউনর্মালে পুজোর এবার খাদ্যরসিক বাঙালির বাড়িতে খাবার পৌঁছে দেবে পঞ্চায়েত দফতর। মেনুতে খিচুড়ি-লাবড়া থেকে ইলিশ-চিংড়ি, থাকছে পোলাও-বিরিয়ানিও! এছাড়াও কলকাতার দুটি প্রাচীন রাজবাড়ির পুজোর ভোগ মিলবে বেসরকারি অ্যাপে।
সঞ্চয়ন মিত্র, কলকাতা: নিউনর্মালে পুজোর এবার খাদ্যরসিক বাঙালির বাড়িতে খাবার পৌঁছে দেবে পঞ্চায়েত দফতর। মেনুতে খিচুড়ি-লাবড়া থেকে ইলিশ-চিংড়ি, থাকছে পোলাও-বিরিয়ানিও! এছাড়াও কলকাতার দুটি প্রাচীন রাজবাড়ির পুজোর ভোগ মিলবে বেসরকারি অ্যাপে।
বাড়ির বাইরে বেরোলেই করোনার ভয়! কিন্তু দুর্গাপুজোও তো বছরে একবারই আসে...! বাড়িতে বসে ভার্চুয়ালি ঠাকুর দেখা গেলেও, খাওয়া-দাওয়া?
গুপি গাইন, বাঘা বাইন-এর গুপি-বাঘা ইচ্ছে মতো খাবার বর পেয়েছিল। কিন্তু এ তো আর রিয়েলে সম্ভব নয়! তবে কলকাতার বাসিন্দাদের জন্য বাঙালি খাবারের ডালি নিয়ে হাজির হচ্ছে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর।
খিচুড়ি-লাবরা থেকে লুচি-ছোলার ডাল, সুগন্ধী চালের ভাত থেকে বাসন্তী পোলাও, অথবা সর্ষে ইলিশ থেকে চিংড়ির মালাইকারি, সবই মিলবে অনলাইনে.....চাইলে অর্ডার দিতে পারবেন বাংলার নানা প্রান্তের মিষ্টিও।
পঞ্চায়েতন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় জানিয়েছেন, সেল্ফ হেল্প গ্রুপের মেয়েরা রান্না করছে। পঞ্চায়েত দফতর আছে। ভাল কোয়ালিটির জিনিস থাকবে।
9163123556, 7044663631,8170881794- পঞ্চমী থেকে দশমী, এই তিনটি নম্বরে হোয়াটস অ্যাপ কল করে প্রতিদিন বিকেল তিনটে থেকে পাঁচটার মধ্যে অর্ডার দিতে হবে।
কিন্তু যদি ভোগ খাওয়ার ইচ্ছে হয়?
অনলাইনে এবার ভোগের সুবিধা নিয়েও হাজির হচ্ছে একটি বেসরকারি সংস্থা। অ্যাপের মাধ্যামে অর্ডার করলেই মিলবে শোভাবাজার রাজবাড়ি এবং জানবাজারের রানি রাসমণির বাড়ির পুজোর ভোগ।
ভারতের যে কোনও প্রান্তে বসেই মিলবে এই ভোগ খাওয়ার সুবিধা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
Advertisement