এক্সপ্লোর
স্বর্ণ প্রকল্পের নামে ১৭ কোটি টাকা 'প্রতারণা', গ্রেফতার সোনার দোকানের ৩ কর্তা

কলকাতা: বিভিন্ন স্বর্ণ প্রকল্পের নামে দীর্ঘদিন ধরে বাজার থেকে টাকা তোলার অভিযোগ। নিউ আলিপুর থেকে গ্রেফতার টালিগঞ্জের এক সোনার দোকানের তিন কর্তা। অভিযুক্তদের ধরতে গিয়ে নাস্তানাবুদ পুলিশ। ধৃতদের বিরুদ্ধে স্বর্ণ প্রকল্পের নামে প্রায় ৩ হাজার ক্রেতার কাছ থেকে টাকা তোলার অভিযোগ রয়েছে। প্রতারণার পরিমাণ প্রায় ১৭ কোটি টাকা। অভিযোগ, ২০১২ সাল থেকে স্বর্ণ প্রকল্পের নামে বাজার থেকে টাকা তুলতে শুরু করে অভিযুক্তরা। মেয়াদ শেষে টাকা না মেলায় বিজয়গড়ের বাসিন্দা কৃষ্ণেন্দু বসু এবছরের ৪ অগাস্ট থানায় অভিযোগ দায়ের করেন। গতকাল অভিযুক্তদের ধরতে নিউ আলিপুরের বাড়িতে যায় পুলিশ। দরজা না খোলায়, তালা ভেঙে বাড়িতে ঢোকেন পুলিশকর্মীরা। এরপরই বাড়ির মহিলারা পুলিশকে ঘিরে ধরে। শেষপর্যন্ত মহিলা পুলিশ এনে, অভিযুক্তদের পাকড়াও করা সম্ভব হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















