মহিলা যাত্রীর শ্লীলতাহানি: ধৃত অটোচালককে আইনি সহায়তা দেবে শাসক দলের ইউনিয়ন, ৩০ ঘণ্টা পর চালু গড়িয়া-টালিগঞ্জ রুটের অটো
কলকাতা: বুধবার রাত থেকে শুক্রবার দুপুর। ৩০ ঘণ্টারও বেশি পরে অটো চলাচল শুরু গড়িয়া-টালিগঞ্জ রুটে। আইএনটিটিইউসি নেতার পাশে থাকার আশ্বাসে অটো নিয়ে রাস্তায় নামলেন চালকরা। কিন্তু বেশিরভাগ অটো রাস্তায় না নামায় শুক্রবারও দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে। বুধবার সন্ধ্যায়, ছেলের সঙ্গে অটোয় চড়ে বাঁশদ্রোণি থেকে গড়িয়া যাচ্ছিলেন বছর পঞ্চান্নর মহিলা। অভিযোগ, চলন্ত অটোতে তাঁর শ্লীলতাহানি করেন চালক। অভিযোগকারিণীর দাবি, নেতাজিনগর থানায় অভিযোগ দায়েরের পর থানা থেকে বেরোতেই কয়েকজন যুবক মামলা তুলে নিতে হুমকি দেয়। রিকশয় চড়ে বাড়ি ফেরার সময় থানার কাছেই আরও কয়েকজন যুবক রাস্তা আটকে দাঁড়ায়। এ বিষয়ে ওই নেতা কিছু বলতে না চাইলেও, অটো চালককে পুলিশ গ্রেফতার করায় টালিগঞ্জ-গড়িয়া রুটে অটো চলাচল বন্ধ করে দেওয়া হয়! এত কিছুর পরেও ধৃত অটোচালকের পাশেই দাঁড়ায়, তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন। দেওয়া হয় আইনি সাহায্যের আশ্বাস। আইএনটিটিইউসি-র দক্ষিণ কলকাতা সভাপতি শুভাশিস চক্রবর্তী বলেন, অভিযোগ তো হতেই পারে, অভিযোগের সত্যতা কতটা সেটাই তদন্তের বিষয়। যদিও অটো চালকদের এহেন দাদাগিরির প্রেক্ষিতে কড়া বার্তা দিয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, পুলিশ গ্রেফতার করেছে বলে অটো বন্ধ, জঙ্গলের রাজত্ব মেনে নেব না। ২২ তারিখ পর্যন্ত ধৃতের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। প্রথমে হেনস্থা, তারপর হুমকি, ৪৮ ঘণ্টা পরও চরম আতঙ্কে অভিযোগকারিণী। এদিনই আলিপুর আদালতে গোপন জবানবন্দি নেওয়া হয় মহিলার।