এক্সপ্লোর
মেধা তালিকায় অস্বচ্ছতার অভিযোগে প্রেসিডেন্সিতে চলছে ঘেরাও

কলকাতা: ১৯ ঘণ্টা পার। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তরে ভর্তির মেধা তালিকায় অস্বচ্ছতার অভিযোগে এখনও চলছে ঘেরাও। রাতভর ঘেরাও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও পরীক্ষা নিয়ামক। সমস্যার সমাধান না হলে, অনির্দিষ্টকাল ঘেরাওয়ের হুঁশিয়ারি পড়ুয়াদের। এদিকে, আজ থেকে ভর্তির জন্য কাউন্সেলিং শুরু প্রেসিডেন্সিতে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, কাউন্সেলিং করছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। ঘেরাওয়ের ফলে আজ কাউন্সেলিং প্রক্রিয়া কোনভাবেই ব্যাহত হবে না। নির্দিষ্ট সময়ে আসতে বলা হয়েছে পড়ুয়া ও অভিভাবকদের।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















