এক্সপ্লোর
পার্ক সার্কাসে স্কুল থেকে ফেরার পথে ছাত্রীর শ্লীলতাহানি, এক নাবালক সহ গ্রেফতার ২

কলকাতা: শহরে ফের শ্লীলতাহানির অভিযোগ। ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে এক নাবালক-সহ গ্রেফতার ২। পার্ক সার্কাসে বাংলাদেশ হাইকমিশনের সামনে শুক্রবার এই ঘটনা ঘটে। বিকেলে স্কুল থেকে ফিরছিলেন নামি ইংরাজি মাধ্যম স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী। অভিযোগ, বাইকে করে এসে ২ জন ওই ছাত্রীকে উত্যক্ত করে। তার শ্লীলতাহানিও করা হয়। পালিয়ে যাওয়ার সময় বাইকের চারটি নম্বর দেখে নেন ওই ছাত্রী। বেনিয়াপুকুর থানায় অভিযোগ দায়ের হয়। পরে রাস্তার সিসিটিভি ক্যামেরার ফুটেজ ও বাইকের নম্বর মিলিয়ে তিলজলার মসজিদ বাড়ি লেন থেকে ২ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের মধ্যে একজন নাবালক হওয়ায় তাকে হোমে পাঠানো হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















