এক্সপ্লোর
আপনার আজকের দিনটি

মেষ
আজ মনে আনন্দের সঙ্গে বিরক্ত ভাবও থাকবে। ব্যবসার দিকে মনের মত ফল পাবেন। প্রেমের জন্য মনে একটা খুশি খুশি ভাব। দুর্বলতার সুযোগ শত্রুরা নিতে পারে। অর্থ নিয়ে কোন চাপ বাড়তে পারে।
বৃষ
আজ ভাল চিন্তা মনে আসতে পারে। আপনার কোনও ব্যবহার অপরের ভাল লাগবে। কিছু পাওনা আসতে পারে। রাস্তা-ঘাটে একটু সাবধানে চলুন। বাড়িতে কোনও আতিথি আসতে পারে ।
মিথুন
নিজের বুদ্ধির জোরে শত্রুর উপদ্রব রুখতে পারবেন। বাড়িতে শান্তির পরিবেশ থাকবে। সম্পতি ব্যপারে কোন ভাল আলোচনা হতে পারে। প্রতিবেশীর সঙ্গে বেশী তর্ক না করা ভাল হবে।
কর্কট
স্ত্রীর সঙ্গে সকালের দিকে মন মালিন্য হতে পারে। ব্যবসার দিকে কোনও বাড়তি লাভ আসতে পারে। দূরে কোনও কাজের জন্য যেতে হতে পারে। অর্থ প্রাপ্তির সম্ভাবনা।
সিংহ
একটু সাবধানে থাকুন কোনও বিপদ আসতে পারে। খেলাধুলার জন্য মনে আনন্দ। ব্যবসার দিকে কোনও চিন্তা বাড়তে পারে। বাতের বাথার জন্য কাজের ক্ষতি। মা বাবার সঙ্গে বিশেষ আলোচনা।
কন্যা
শরীরের রোগের জন্য খরচ বৃদ্ধি। ব্যবসার থেকে বাড়তি আয়ের সুযোগ। বন্ধুর সাহায্য পাবেন খুব ভাল। কোনও মহিলার থেকে একটু বুঝে চলুন। বাড়তি কোন খরচ চাপ বাড়াতে পারে।
তুলা
সকাল থেকে খরচ বৃদ্ধি পাবে। কোনও প্রতিযোগিতাতে সাফল্য লাভ আসতে পারে। কোনও শুভ কাজে আজ যেতে পারেন। ভাই বোনের সম্পর্ক উন্নতি হতে পারে। বাড়তি কোন কাজের চাপ বাড়তে পারে।
বৃশ্চিক
শরীরের দুর্বলতার জন্য কাজে মন লাগবে না। কিছু পাওনা আদায় হতে পারে। ভোগবিলাসের জন্য খরচ বৃদ্ধি। আপনার কোন কথা অশান্তির কারণ হতে পারে।
ধনু
আকস্মিক কোনও শত্রুর আক্রমণ হতে পারে। বন্ধুর উৎপাত বাড়িতে বাড়তে পারে। গঠনমূলক কোনও কাজের জন্য সুনাম। পড়াশোনার জন্য ভাল সুযোগ আসতে পারে।
মকর
বন্ধুর সঙ্গে খুব বুঝে কথা বলুন, বড় ধরনের বিবাদ। সন্তানের কোনও কাজের জন্য মনে আনন্দ বৃদ্ধি। কাজের দিকে বাঁধা আপনাকে চিন্তায় ফেলতে পারে। ব্যবসার দিকে কোন চাপ।
কুম্ভ
আজ কোনও আশা ভঙ্গ হতে পারে। ব্যয়ের কারণে কোন ধার হতে পারে। সমাজের কোন কাজের জন্য দায়িত্ব বাড়তে পারে। ব্যবসায় অর্থ যোগ। পেটের সমস্যা।
মীন
মনে আশার সঞ্চয় বৃদ্ধি। পরিবারে ভাল ব্যক্তির জন্য শান্তি ফিরে আসতে পারে। ব্যবসায় ভাল যোগাযোগ আসতে পারে। আপনি ধর্ম কাজের জন্য মনে আনন্দ পাবেন। জ্যোতিষ শ্রী জয়দেব
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















