এক্সপ্লোর
Advertisement
কীভাবে ব্যবহার করা যাবে WhatsApp গ্রুপ ভিডিও কলিং ফিচার?
নয়াদিল্লি: জনপ্রিয় ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটস্যাপ তাদের গ্রুপ ভিডিও ফিচার চালুর করতে শুরু করে দিয়েছে। এই ফিচার সম্পর্কে জানা গিয়েছিল এ বছরের বার্ষিক ডেভেলাপার কনফারেন্স চলাকালে। হোয়াটস্যাপের এই ফিচার গ্রাহকরা WhatsApp V.2.18.189-এ পাবেন।
হোয়াটস্যাপের ভিডিও কলিং ফিচার ব্যবহার করতে চাইলে নিম্নলিখিত ধাপগুলি ধরে এগোতে হবে।
১. সবার প্রথমে হোয়াটস্যাপ খুলে গ্রাহক যাঁর সঙ্গে কথা বলতে চান তাঁর সঙ্গে চ্যাট খুলতে হবে।
২. চ্যাট খোলার পর ভিডিও কলিং বাটনে ক্লিক করতে হবে, যা ওপরের ডানদিকের কোন থাকে।
৩. এরপর ভিডিও কল করে দ্বিতীয় ইউজার কল না ধরা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
দ্বিতীয় ব্যবহারকারী কল ধরার পর প্রথম ব্যবহারকারী ওপরের ডানদিকের কোনে আরও অংশগ্রহণকারীদের যুক্ত করার অপশন দেখতে পাবেন।
৪. একবার কল হওয়ার পর গ্রাহক ২ গ্রাহককে যুক্ত করা যায়
৫. এজন্য ব্যবহারকারীকে অ্যাড কনফারেন্সে ক্লিক করতে হবে।
৬. নাম সার্চ করে ওই নাম যুক্ত করতে হবে।
৭. তৃতীয় ও চতুর্থ ব্যবহারকারীকে যুক্ত করার পর প্রথমে যুক্ত থাকা দুই ব্যবহারকারী নোটিফিকেশন পাবেন।
ব্যবহারকারীদের খেয়াল রাখতে হবে যে, তিনি একসঙ্গে মাত্র একজন ব্যবহারকারীকে যুক্ত করতে পারবেন। সংশ্লিষ্ট ব্যবহারকারীর কলের সঙ্গে যুক্ত হতে বিটা ব্যবহারকারী হওয়ার প্রয়োজন নেই। যদি একজন নন বিটা ব্যবহারকারী অন্য এক বিটা ব্যবহারকারীকে কল করেন তাহলে তা গ্রুপ কল হয়ে যাবে। কেননা, আরও বেশি ব্যবহারকারীদের যুক্ত করার সুযোগ বিটা ব্যবহারীর কাছে থাকবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
বিনোদনের
ক্রিকেট
জেলার
Advertisement