এক্সপ্লোর
Advertisement
Huawei নিয়ে এল দুরন্ত ক্যামেরা সহ স্মার্টফোন P9 ও P9 প্লাস
কলকাতা: চিনের কোম্পানি huawei তাদের বহুপ্রতিক্ষিত স্মার্টফোন P9 এবং P9 প্লাস বাজারে নিয়ে এল। এই দুটি স্মার্টফোনের সবচেয়ে বড় আকর্ষণ ডুয়াল ক্যামেরা ব্যাকআপ। কোম্পানি বিশ্বের বিখ্যাত ক্যামেরা কোম্পানি লেসিকা-র সঙ্গে হাত মিলিয়ে এই ফোনের ক্যামেরা তৈরি করেছে।
P9 এবং P9 প্লাসে রয়েছে ১২ মেগাপিক্সেল রিয়ার সেন্সর ক্যামেরা। একটি লেন্স লাইট, কালার কন্ট্রাস্টকে ক্যাপচার করে। দুটি ক্যামেরা মিলিয়ে কম আলোতেও পাওয়া যাবে দুরন্ত ছবি। দুটি ফোনই অ্যান্ড্রয়েড ৬.০ মার্শমেলোতে কাজ করে।
P9-এর ৩ জিবি র্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম প্রায় ৪৫,৪০০ টাকা। অন্যদিকে, ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম প্রায় ৫৬,৮০০ টাকা।
দুটি ফোনেরই আগামী ১৬ এপ্রিল থেকে এশিয়া, আফ্রিকা ও ইউরোপে বিক্রি শুরু হবে।
দুটি ফোনেই রয়েছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
P9-এ রয়েছে ৫.২ ইঞ্চি ডিসপ্লে, রেজোলিউশন 1080×1920 পিক্সেল। সঙ্গে কোর্নিং গরিলা গ্লাস প্রোটেকশন। ফোনটিতে রয়েছে 2.5GHz ওক্টাকোর ও huawei Kirin 955 চিপ প্রোসেসর। রয়েছে ফিঙ্গারপ্রিন্ট প্রোসেসর। ব্যাটারি 3000mAh।
P9 প্লাস-এ রয়েছে ৫.৫ ইঞ্চি সুপার এমোলেড ডিসপ্লে, রেজোলিউশন 1080×1920 পিক্সেল। রয়েছে প্রেস টাচ ফিচার। ব্যাটারি 3400mAh। কোম্পানির দাবি, ১০ মিনিট চার্জ দিলেই ব্যাটারিতে ৬ ঘন্টার টকটাইম পাওয়া যাবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement